কলকাতা : 5 নভেম্বর থেকে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এই অনুষ্ঠান । নভেম্বরের পরিবর্তে আগামী বছর জানুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রথমে ঠিক হয়েছিল, প্রতিবছরের মতো এবছরও নভেম্বরই পালিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । ঠিক ছিল 5 নভেম্বর থেকেই শুরু হবে এই অনুষ্ঠান । চলবে 12 নভেম্বর পর্যন্ত । কিন্তু, বর্তমান পরিস্থিতির জেরে বদলে গিয়েছে সেই ছবি । এছাড়া কোরোনা পরিস্থিতির জেরে অনেকেই ভেবেছিলেন ভার্চুয়াল মাধ্যমে এই উৎসব পালন করা হবে । কিন্তু, চলচ্চিত্র মণ্ডলীর সঙ্গে কথা বলে অনুষ্ঠান জানুয়ারিতে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ।