কলকাতা, 4 জানুয়ারি: রাজ্যে কোভিডবিধি কার্যকর হলেও বন্ধ হচ্ছে না চলচ্চিত্র উৎসব ৷ 50 শতাংশ দর্শক নিয়ে চলবে উৎসব ৷ 27তম কলকাতা চলচ্চিত্র উৎসবের (kolkata international film festival 2022) শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' (Satyajit Ray's film)৷
করোনাবিধি মেনে শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th kolkata international film festival)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের । 7 জানুয়ারি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 10টি জায়গায় প্রদর্শিত হবে মোট 160টি ছবি । 62টি বাংলা ছবি দেখানো হবে । থাকবে ছবিগুলি দেখানো হবে নন্দন 1, 2, 3, নজরুল তীর্থ 1,2, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে ।