পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"স্ক্রিপ্ট শোনানোর নামে আমার গায়ে, মাথায় হাত বোলান অরিন্দম"

স্ক্রিপ্ট শোনানোর অছিলায় অফিসে ডেকে রূপাঞ্জনার সঙ্গে অরিন্দম শীল অশালীন আচরণ করেন বলে অভিযোগ । যদিও রূপাঞ্জনার আনা অভিযোগ অস্বীকার পরিচালকের ।

dfg
dfg

By

Published : Jan 12, 2020, 1:55 PM IST

কলকাতা : কয়েক বছর ধরেই '#মিটু' আন্দোলনে উত্তপ্ত হলিউড ও বলিউড । এ নিয়ে এতদিন তেমনভাবে মন্তব্য করেননি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই । তবে এবার এই আন্দোলন ঢুকে পড়ল টলিউডেও । সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে '#মিটু' অভিযোগ এনেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ।

এই অভিযোগ সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন রূপাঞ্জনা । কীভাবে তাঁকে হেনস্থা করা হয়েছিল সেকথা শেয়ার করেছেন । বলেন, "অরিন্দম শীলের 'ভূমিকন্যা' ধারাবাহিক চলছিল । স্ক্রিপ্ট শোনার নাম করে আমাকে নিজের অফিসে ডেকেছিলেন তিনি । আমার সন্তান, বেবিসিটার ও ড্রাইভারকে কাছাকাছি একটি মলে পাঠিয়ে দিই । কারণ অফিসে মিটিং হবে আর অনেকেই থাকবেন । কিন্তু, অফিসে ঢুকে অবাক হয়ে যাই । দেখই কেউ নেই । ফার্স্ট এপিসোড ব্রিফ করার জন্য আমাকে ডেকেছিলেন । তখন তাঁর চেম্বারে প্রোডাকশনের একটি ছেলে ছিল । আমি অফিসে ঢোকার পর তাকেও চা আনার নাম করে পাঠিয়ে দেন । এরপর নিজের চেয়ার থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করেন । যেটা আমার খুব খারাপ লেগেছিল । ওনার চেম্বারে একটা কাউচ ছিল সেখানে বসার জন্যও আমাকে বলছিলেন । কিন্তু, আমি মানা করে দিই । খুব ভয় করছিল । আমার মাথায় ও গায়ে হাত দিচ্ছিলেন ।"

এই ঘটনায় খুবই ঘাবড়ে গিয়েছিলেন রূপাঞ্জনা । আরও বলেন, "মনের জোর দেওয়ার জন্য এই সময় আমি শুধু ভগবানকে ডাকছিলাম । অফিসে কেউ ছিল না । আমি চিৎকার করলে কী হবে বুঝতে পারছিলাম না । এই সময় হঠাৎই ওনার বউ এসে যায় । আমাকে দেখে একটু অপ্রস্তুত হন । আমাকে যে সেদিন ডাকা হয়েছিল সেটা হয়তো উনি জানতেন না । এরপর আমি সেখান থেকে বেরিয়ে যাই । তারপর কাজের মধ্যে ঢুকে যাই । কিন্তু, ঘটনাটা খুব খারাপ ছিল ।"

তবে এই ঘটনা অনেকদিন আগের । তখন বিষয়টি প্রকাশ্যে আনেননি কেন ? এর উত্তরে রূপাঞ্জনা বলেন, "আমি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু বলতে পারিনি । 'ভূমিকন্যা' শেষ হল । বিষয়টা আমি পরিবারের সদস্যদের জানালাম । তখনই তারা আমাকে অনেক কিছু করতে বলেছিল । চুক্তিবদ্ধ ছিলাম বলে কিছু করতে পারিনি । কারণ, আমার সঙ্গে তো একটা চ্যানেল জড়িত । আমার এখন মনে হয়েছে সত্যিটা সবার সামনে আনা দরকার । মানুষের জানা দরকার । যারা এই ইন্ডাস্ট্রিতে আসার স্বপ্ন দেখে তাঁদের জানা দরকার ।"

অরিন্দম শীলের বিরুদ্ধে কি তিনি কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন ? রূপাঞ্জনা বলেন, "কোনওরকম আইনি ব্যবস্থা কি নিয়েছেন রূপাঞ্জনা, প্রশ্ন করায় বললেন, "আমাকে অনেকেই বলছে আইনি পদক্ষেপ নিতে । মুম্বই থেকে ডিরেক্টর বন্ধুবান্ধবরাও বলছে । সবাইতো অরিন্দম শীল সম্পর্কে জানে । এটা একটা ওপেন সিক্রেটেরর মত । 'ভূমিকন্যা'র যখন ফটোশুট হয় তখন ছ'জন মুখ্য চরিত্র ছিল । তার মধ্যে আমিও একজন ছিলাম । সেই পোস্টার থেকে আমাকে বাদ দেওয়া হয় । যত রকমভাবে কোণঠাসা করা যায়, সবরকম হয়েছে । কিন্তু যাই হোক ভগবানের দয়ায়, আমার কাজের জায়গায় আর কোনও ক্ষতি করতে পারেনি ।"

এর পাশাপাশি তিনি আরও বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে অনেক কিছু চলছে । কারও মুখ খোলার সাহস নেই । আমি যদি আমার জায়গা থেকে না বলি, তাহলে হয়তো আয়নার সামনে দাঁড়াতে পারব না ।"

যদিও রূপাঞ্জনার এই অভিযোগ অস্বীকার করে অরিন্দম শীল বলেন, "এটা হয়তো কোনও রাজনৈতিক চক্রান্ত । আমি জানি না ও (রূপাঞ্জনা) কেন এই ধরনের কথা বলছে । আমরা খুব পুরোনো বন্ধু । ওইদিন আমার অফিস থেকে বের হওয়ার পর ও আমাকে মেসেজ করে । বলে যে কাজের জন্য খুবই আনন্দিত । ওই মেসেজ এখনও আমার কাছে রয়েছে । সেটা দেখাতে পারি । কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সে কীভাবে ওই ব্যক্তিকে মেসেজ করে ? ও মিথ্যে কথা বলছে ।"

ABOUT THE AUTHOR

...view details