পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার জীবনের সেরা দিন", মা হওয়ার পর অনুভূতি কোয়েলের - কোয়েল মল্লিকের খবর

মা হওয়ার পর কেমন অনুভূতি কোয়েল মল্লিকের ? সোশাল মিডিয়ায় শেয়ার অভিনেত্রীর ।

koel mullick became mother
koel mullick became mother

By

Published : May 5, 2020, 11:53 PM IST

কলকাতা : মা হয়েছেন কোয়েল মল্লিক । সোশাল মিডিয়ায় ছড়াছড়ি সদ্যোজাতর সেই ছবি । বইছে শুভেচ্ছার বন্য়া । ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য সোশাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী ।

কোয়েল লিখেছেন, "আমি আপ্লুত । এটা অবশ্যই আমার জীবনের সেরা দিন । প্রত্যেককে আলাদা করে উত্তর দিতে চেয়েছিলাম, যাঁরা আমাদের সন্তানকে এতটা আশীর্বাদ করেছেন ।"

মন থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন কোয়েল । লিখেছেন, "মন থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই, দয়া করে গ্রহণ করুন ।"

দেখে নিন কোয়েলের আবেগপ্রবণ পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details