কলকাতা : সামনে এল সৌকর্য ঘোষাল পরিচালিত 'রক্তরহস্য'-তে কোয়েলের ফার্স্ট লুক । ছবিতে কোয়েলকে দেখা গেল এক মমতাময়ী মায়ের চরিত্রে । যদিও ফিল্মটি একটি থ্রিলার, তবুও কোয়েলের এক অন্য রূপ ধরা পড়ল সেই লুকে । থ্রিলারের সঙ্গে এক মানবিক ছোঁয়া থাকবে এই ছবিতে ।
ছবিটি শেয়ার করে কোয়েল লিখেছেন, "'রক্ত রহস্য'-এ স্বর্ণজা..ছবির মুক্তি 10 এপ্রিল ।" কোয়েলের ছবি দেখে নেটিজেনরা প্রথমে হোঁচট খেয়েছেন বলাইবাহুল্য । তবে প্রত্য়েকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে, রিয়েল লাইফেও খুব তাড়াতাড়ি এমন ছবি দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন সবাই ।
শুভাকাঙ্খীদের তালিকায় রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলাও । অঙ্কুশ লিখেছেন, "পারফেক্ট ছবি । রিয়েল লাইফেও তোমায় এভাবে দেখতে চাই ।" আর ঐন্দ্রিলা অনেকগুলো হার্ট শেপের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে ।
এই ছবির সঙ্গে 'রক্ত রহস্য' একটি পোস্টারও শেয়ার করেছেন কোয়েল । সেটা দেখে একেবারে আদ্যোপান্ত থ্রিলার গল্পের স্বাদ পাওয়া যাচ্ছে । দৌড়তে থাকা কোয়েলের দিকে ধেয়ে আসছে রাশি রাশি ইঞ্জেকশনের সূঁচ । একেবারে লাল ব্যাকড্রপে রক্তের রহস্য উন্মোচন হবে আসন্ন পয়লা বৈশাখে ।
সৌকর্য ঘোষালের এর আগের ছবি 'রেনবো জেলি' দারুণ রিভিউ পেয়েছিল । সমালোচকদের সঙ্গে দর্শকেরও মন জিতে নিয়েছিল সেই ছবি । 'রক্ত রহস্য' নিয়েও রয়েছে অনেক প্রত্য়াশা ।