পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বায়োপিক হলে নাম কী হবে ? কোয়েল বললেন... - koel mullick interaction

যদি কখনও কোয়েল মল্লিকের বায়োপিক তৈরি হয়, তাহলে কী নাম হবে সেই ছবির ? কোয়েল জানালেন তাঁর ইচ্ছের কথা ।

koel mullick biopic
koel mullick biopic

By

Published : Jan 17, 2021, 5:09 PM IST

কলকাতা : রবিবারের সকালে অনুরাগীদের সঙ্গে একটু আড্ডা দিলেন কোয়েল মল্লিক । না না, সামনে বসে নয় । ভার্চুয়ালি হল সেই আড্ডা । পরদায় প্রশ্ন ভেসে এল আর কোয়েল হাসিমুখে জবাব দিলেন সমস্ত প্রশ্নের ।

যদি কখনও তাঁর বায়োপিক তৈরি হয়, কী নাম হবে সেই ছবির ? জবাবে কোয়েল বললেন, "কোয়েলের কথা.." সত্যিই তো । তাঁর বায়োপিকে তো তাঁর কথাই থাকবে ।

তবে কোয়েল এটাও মনে করিয়ে দিলেন যে, তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হলে সেটা খুব বোরিং হবে । কারণ তাঁর নিজের জীবনে কখনই তেমন ওঠানামা ছিল না । কোনও বিতর্কেও জড়ায়নি কোয়েলের নাম । যাঁকে ভালোবেসেছেন, তাঁকেই বিয়ে করে সুখে সংসার করছেন । এমন গল্প কি সিনেমার জন্য উপযুক্ত ? একটু দ্বিধায় কোয়েল ।

কোয়েলের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'রক্তরহস্য' । রমকম বা রোম্যান্টিক কমেডি ছেড়ে এবার নিজেকে নতুন করে এক্সপ্লোর করছেন তিনি । পরিণত হচ্ছে তাঁর সংলাপ, অভিনয় । নতুন এই কোয়েলকে পেয়ে খুব খুশি দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details