কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেও দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছেন অনেকেই । ঘোরাঘুরি, আড্ডা, ঠাকুর দেখা চলছে সবই । কয়েকজন আবার এই বছরটা বাড়িতে বসেই পুজো উপভোগ করছেন । কিন্তু, অন্যবছরের থেকে এবছরের পুজোটা একেবারেই আলাদা । কোরোনার জেরে কলকাতার বনেদি বাড়িগুলিতে আম জনতার প্রবেশ নিষেধ । কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম মল্লিক বাড়ির পুজো । আর সেই বাড়ির প্রতিমা দর্শন না করলে কখনও হয় ! তাই নবমীর দিন অনুরাগীদের প্রতিমা দর্শক করালেন কোয়েল মল্লিক নিজেই ।
প্রতি বছরই পুজোর কটাদিন মল্লিক বাড়ির দরজা আম জনতার জন্য খুলে দেওয়া হয় । সেই সময় যে কেউ ওই বাড়িতে প্রবেশ করতে পারতেন । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে এবছর ওই বাড়িতে আম জনতা ও সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি । আর এবার যে ঘরোয়াভাবেই পুজোর আয়োজন করা হচ্ছে সেকথা আগেই জানিয়ে দিয়েছিলেন কোয়েল । সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, "এবছর মল্লিক বাড়ির পুজো পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়েই করা হবে । সবার সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যম এবার পুজোতে মল্লিক বাড়িতে প্রবেশ করতে পারবে না । যদিও আমি নিশ্চিত যে মা দুর্গার আশীর্বাদে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ।"