কলকাতা : কোরোনায় আক্রান্ত কোয়েল মল্লিক । আজ সন্ধেয় টুইট করে একথা জানান অভিনেত্রী নিজেই । তবে শুধু কোয়েলই নয়, আক্রান্ত হয়েছেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং রানেও ।
আজ টুইটারে কোয়েল লেখেন, "আমার বাবা, মা, রানে ও আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে...সেলফ কোয়ারানটিনে রয়েছি !"
সূত্রের খবর, কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁদের । শ্বাসকষ্টের উপসর্গও ছিল । এরপর দু'দিন আগে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । এরপরই খবরটি নিশ্চিত করেন কোয়েল নিজেই ।