কলকাতা : বাইশ গজ। গোটা ক্রিকেট জগৎকে ধরা যায় এই ২২ শব্দটায়। ভারতবর্ষের ক্রিকেটের অন্দরকাহিনি ফুটিয়ে তোলা একটা বিশাল পরিশ্রমের কাজ। এক সময়কার দূরন্ত ক্রীড়া সাংবাদিক মিতালী ঘোষালের অবশ্য প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। আর সেই অভিজ্ঞতার অনেকটাই ছবির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন সেলুলয়েডে। '২২ ইয়ার্ডস' বলছে সেই গল্প। সব হারিয়ে শূন্য থেকে শুরু করে ফের জেতার গল্প বলে এই ছবি।
পরিচালনায় মিতালী ঘোষালের মুনশিয়ানা বিশেষ প্রশংসার। ক্যারিয়ারের প্রথম ছবি হিসেবে যথেষ্ট পরিণত মিতালী। তিনি জানেন, অভিনেতাদের দিয়ে শুধু অভিনয় করানো নয়, তাঁদের শারীরিক ভাষাকেও কীভাবে ফুটিয়ে তুলতে হয় পরদায়। যে কারণে সংলাপের ছড়াছড়ি নেই ছবিতে, নেই কোনও অতিরঞ্জিত বহিঃপ্রকাশ। ছবিতে রয়েছে বাস্তব জীবনের প্রতিচ্ছবি, যা ভীষণভাবে জীবন্ত। কিছুক্ষণের জন্য আপনি ভুলে যাবেন, বাস্তবে নয়, আপনার চোখ রুপোলি পরদায়। ভালো অভিনেতা, মুচমুচে স্ক্রিপ্ট, পরিশীলিত অভিনয়, সুন্দর মেকআপ, সুন্দর কস্টিউম, বডি ল্যাঙ্গুয়েজ ও সততার মিশেলে মিতালী প্রমাণ করলেন সিনেমাটা তিনি ভালোই রান্না করতে পারেন। এমন একটি রান্না যেটা স্বাদ ও স্বাস্থ্য দুটোর পক্ষেই ভালো।
মিতালী ঘোষালের প্রথম ছবিকে বাহবা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বললেন, মিতালী খুব ভালো কাজ করছে। বোনের এই সাফল্যে খুশি চৈতি ঘোষালও। শুনে নিন তাঁদের বক্তব্য...