পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kishore Kumar Birthday : জন্মদিনে বাবার গানেই বাবাকে শ্রদ্ধার্ঘ্য কিশোরপুত্র অমিতের

আজ কিশোর কুমারের 92তম জন্মদিন (Kishore Kumar Birthday) ৷ এই দিনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ ৷ বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গানের আনপ্লাগড কভার ভার্সান রিলিজ করেছেন কিশোরপুত্র অমিত কুমার (Amit Kumar) ৷

kishore kumar birthday: amit kumar pays tribute to his father
92-এ কিশোর কুমার, জন্মদিনে বাবার গানেই বাবাকে শ্রদ্ধা অমিতের

By

Published : Aug 4, 2021, 3:02 PM IST

কলকাতা, 4 অগস্ট : তিনি কিংবদন্তি প্রতিভা ৷ সুরের জাদুকর ৷ অসাধারণ অভিনেতা ৷ 34 বছর আগে আমাদের ছেড়ে চলে গেলেও আজও ফিল্মের দুনিয়ায় তিনি উজ্জ্বল তারার মতোই জ্বলজ্বল করছেন ৷ কারণ তিনি তো চিরনবীন, চিরকিশোর ৷ সবার হৃদয়ের, কিশোর কুমার (Kishore Kumar Birthday) ৷ আজ তাঁর 92তম জন্মদিন ৷ এই দিনে তাঁর স্মরণে লেখা বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া ৷ গানে গানেই তাঁর জন্মদিন পালন করছেন গুণমুগ্ধরা ৷ এই বিশেষ দিনে বাবার প্রতি শ্রদ্ধা জানালেন কিশোরপুত্র অমিত কুমারও (Amit Kumar) ৷ তিনিও অবশ্য গঙ্গাজলে গঙ্গাপুজো করেছেন ৷ বাবার জন্মদিনে কিশোর কুমারেরই একটি কালজয়ী গানের আনপ্লাগড কভার ভার্সান রিলিজ করেছেন অমিত কুমার ৷

জনপ্রিয় হিন্দি ছবির গানের কভার ভার্সান সিরিজ করেছেন অমিত কুমার ৷ সেখানে তাঁর প্রতিটি গান বেশ মনে ধরেছে শ্রোতাদের ৷ বড়ে আচ্ছে লাগতে হ্যায়, ইয়াদ আ রহি হ্যায়ের মতো গানের নতুন করে রসাস্বাদন করেছেন তাঁরা ৷ কিশোর কুমারের জন্মদিনে তাঁর পুত্র লঞ্চ করলেন বাবার আরও এক জনপ্রিয় গান, হামে অউর জিনে কি চাহত না হোতি ৷ কিংবদন্তি সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সুরে এই গানটি গেয়ে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন কিশোর কুমার ৷ সেই গানটিরই আনপ্লাগড কভার করেছেন অমিত ৷ গানটি রিলিজ করার পর ইতিমধ্যেই তা শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷

আরও পড়ুন:ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন

নিজের অফিসিয়াল ইউ টিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে এই গান প্রকাশ করেছেন অমিত কুমার ৷ বাবার জন্মদিনের মাসকেই এই কভার ভার্সান রিলিজের জন্য বেছে নিয়েছেন তিনি ৷ অমিতের গানটির প্রোমোতে কিশোর কুমারের সাক্ষাৎকারের একটি অংশও রয়েছে ৷

আরও পড়ুন:শার্টলেস শাহরুখের ক্যারিশমায় উজ্জ্বল ডাব্বুর ক্যালেন্ডার

একাধারে গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক ছিলেন কিশোর কুমার । তাঁর জন্ম হয় মধ্যপ্রদেশের খান্ডওয়াতে। ভাল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়, ডাক নাম কিশোর । তাঁর বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ছিলেন আইনজীবী আর মা গৌরী দেবী ছিলেন গৃহবধূ । কিশোর কুমাররা চার ভাই-বোন ছিলেন ৷ সবচেয়ে বড় অশোক কুমার, তারপর দিদি সতী দেবী, দাদা অনুপ কুমার ও সবার ছোট কিশোর ।

আরও পড়ুন:স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

দেশের পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জেতার রেকর্ড আজও রয়েছে কিশোর কুমারের দখলে । আটবার এই পুরস্কার জেতেন তিনি । রূপ তেরা মস্তানা (1969), দিল অ্যায়সা কিসি নে মেরা (1975), খাইকে পান বনারসওয়ালা (1978), হাজার রাহে মুড়কে দেখি (1980), পগ ঘুঙরু বাঁধ (1982), অগর তুম না হোতে (1983), মঞ্জিলে আপনি জগহ (1984 ), সাগর কিনারে (1985) - এই গানগুলি এনে দিয়েছিল তাঁকে ফিল্মফেয়ারের সম্মান ৷ আজকের প্রজন্মও কিশোর কুমারকে ছাড়া গান ভাবতে পারে না ৷ আজ জন্মদিনে এই প্রখ্যাত ব্যক্তিত্বকে স্মরণ করছে গোটা দেশ ৷ শ্রদ্ধা রইল আমাদের তরফেও ৷

ABOUT THE AUTHOR

...view details