মুম্বই, 25 নভেম্বর: শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ক্যানসার (Kirron Kher Battling Cancer) ৷ প্রায় বছরখানেক হতে চলল তাঁর চিকিৎসা চলছে ৷ তবে রোগ ধার কমাতে পারেনি তাঁর জীবনীশক্তির ৷ চিকিৎসা চলাকালীনই ওয়ার্ক ফ্রম হোম করছেন ৷ এ বার শুটিংয়েও ফিরলেন অভিনেত্রী-রাজনীতিক কিরণ খের (Kirron Kher Returns to set) ৷ ইন্ডিয়াস গট ট্যালেন্টে বিচারকের আসনে আবারও দেখা গেল 69 বছরের অভিনেত্রীকে ৷ সেট থেকে তাঁকে সবার সামনে নিয়ে এলেন প্রতিযোগিতার (India's Got Talent) আর এক বিচারক শিল্পা শেট্টি ৷
সিজন ওয়ানেও ইন্ডিয়াস গট ট্যালেন্টের বিচারক (India's Got Talent Judge) ছিলেন কিরণ খের ৷ আবারও সেই একই আসনের দায়িত্ব নিয়ে তিনি শুটিং শুরু করেছেন ৷ এই রিয়েলিটি শোতে প্রথমবার কিরণ ও বাদশার পাশের আসনে দেখা যাবে শিল্পা শেট্টিকে (Shilpa Shetty shares Kirron Kher video) ৷ সেট থেকে ভিডিয়ো পোস্ট করে শিল্পাও লিখলেন সে কথা, "প্রথম দিন, প্রথম শো কিরণ খের ও বাদশার সঙ্গে ৷" সেই ভিডিয়োয় কিরণ খেরকে তাঁর চেনা সাজপোশাকে দেখা গেলেও মুখে পরা ছিল ফেসশিল্ড ৷
আরও পড়ুন:Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর
মজাদার ভিডিয়োয় কিরণ খেরের গলার ভারী গয়না নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে শিল্পাকে ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি শুধু এই গয়নাটা দেখতেই শুটিংয়ে এসেছি ৷" তখন হেসে কিরণ খের বলেন, "ডোন্ট বি সিলি ৷" এরপর ধড়কন অভিনেত্রী বলতে থাকেন, "আমি তো বলব আমায় তুমি দত্তক নিয়ে নাও ৷ সিকন্দর (অনুপম ও কিরণের ছেলে) থোড়াই এই গয়না পরতে পারবে !" শিল্পার এই কথার জবাবে কিরণ বলেছেন, "ওকে পরতে হলে ও-ও পরে নেবে...একদিন ওকে বলি যে আমার মনে হয় আমার কিছু গয়না এ বার বিক্রি করে দেওয়া উচিত, কারণ তুমি তো বিয়ে করছ না ৷ তাতে ও বলে যে, এটা করো না, আমার স্ত্রী এগুলো পরবে ৷"