কলকাতা : সুর ও শব্দ শুনে একটি গান অনুভব করা নাকি গান শুনে মনে মনে গানের দৃশ্য ভাবা । এই বিষয়টি নিয়েই রবীন্দ্রসদনের একতারা মঞ্চে জমে উঠেছিল সিনে আড্ডা । সঞ্চালনায় ছিলেন পরিচালক অরিন্দম শীল । আর আলোচনায় অংশ নিয়েছিলেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, সোমলতা আচার্য্য, বিক্রম ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী ও স্বপন বসু ।
এই আড্ডায় অংশ নিয়ে বিক্রম ঘোষ বলেন, "কোনও ছবির সুর তৈরির আগে আমি সবসময় ছবিটি সম্পর্কে ভালো করে জানি । কারণ কোন মাধ্যমের জন্য সুর করছি সেটা জানা খুবই প্রয়োজন ।"
ঠিক একই ভাবে সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমি কোনও ছবির গানে সুর দেওয়ার সময় স্ক্রিপ্ট পড়ার সময় থেকেই থাকি । যাতে পুরো ছবিটি অনুভব করে ছবির সুর তৈরি করতে পারি ।"