পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kiara Advani sister wedding: বোনের বিয়েতে সবার নজরে কিয়ারা - কিয়ারা আডবাণীর বোনের বিয়ে

বোন ঈশিতার (kiara advani sister ishita advani wedding) বিয়েতে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী ৷ তাঁর সাজ নজর কেড়েছে ভক্তদের (Kiara Advani sister wedding)৷

kiara-advani-turns-perfect-bridesmaid-for-sister-ishita-advani
বোনের বিয়েতে সবার নজরে কিয়ারা

By

Published : Mar 6, 2022, 12:58 PM IST

মুম্বই, 6 মার্চ: বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani turns bridesmaid) বাড়িতে বসেছে বিয়ের আসর ৷ না, এখনই বিয়ে করছেন না কিয়ারা ৷ তাঁর বোন ঈশিতার বিয়ে হল শনিবার ৷ পাত্রের নাম কর্মা ভিভান ৷ তবে বোনের বিয়ে হলেও সবার নজর আটকে ছিল শেরশাহ অভিনেত্রীর উপরই ৷ তাঁর সাজ তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের (kiara advani sister wedding)৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Kiara Advani turns bridesmaid) বোনের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন কিয়ারা ৷ সেখানে দেখা গিয়েছে, তাঁর পরনে গোলাপি ও সোনালি লেহঙ্গা ৷ তাঁর মোহময়ী রূপ মুগ্ধ করেছে অনুরাগীদের ৷

কিয়ারা ব্রাইডসমেইড

আরও পড়ুন:Kiara Advani New look : নতুন ফটোশ্যুটের ভিডিয়োয় অনুরাগীদের মনে আগুন জ্বালালেন কিয়ারা

কিয়ারার বোন ঈশিতা (kiara advani sister ishita advani wedding ) তাঁর স্পেশাল দিনে সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ট্র্যাডিশনাল লাল লেহঙ্গায় ৷ তাঁর সাজকে অনন্য করে তুলেছিল সবুজ ও সোনালি ব্রাইডাল গয়না ৷ কিয়ারা বোনের ছবির ক্যাপশনে লিখেছেন, "নজর না লাগে ৷"

বোনের বিয়েতে কিয়ারা

কর্মক্ষেত্রে কিয়ারা (kiara advani latest news) এখন ব্যস্ত তাঁর আপকামিং প্রজেক্ট ভুল ভুলাইয়া 2 ও যুগ যুগ জিয়ো নিয়ে ৷ চিত্রনির্মাতা শঙ্করের পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে (Kiara Advani turns perfect bridesmaid) ৷ সেই ছবির নাম আরসি15 হবে বলে আপাতত ঠিক আছে ৷ হিন্দু, তেলুগু ও তামিল ভাষায় মুক্তি পাবে সেই ছবি ৷

আরও পড়ুন:'লাস্ট স্টোরিজ়'-এর পর ফের একসঙ্গে ভিকি আর কিয়ারা

ABOUT THE AUTHOR

...view details