পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার ছবিতে রঞ্জিত থাকবে না তাই হয়? : হরনাথ - Haranath Chakrabarty

গত বছর মুক্তি পায় হরনাথ চক্রবর্তীর ছবি 'ধারাস্নান'। তারপর থেকে তাঁর আর কোনও ছবির খবর পাওয়া যায়নি। সামাজিক প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছিল সাহিত্য নির্ভর 'ধারাস্নান'। এবার হরনাথের টার্গেট মার্ডার মিস্ট্রি। সবথেকে বড় কথা, এই ছবিতে খুনের অনুসন্ধান করছেন 'দা বেল্ট ম্যান' রঞ্জিত মল্লিক। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন হরনাথ চক্রবর্তী।

রঞ্জিত মল্লিক

By

Published : Jun 15, 2019, 5:10 PM IST

কলকাতা : আজ থেকেই শুরু হয়েছে ছবির শুটিং। খুব তাড়াতাড়ি হরনাথ চক্রবর্তী নর্থ বেঙ্গলে যাবেন ছবির শুটিং করতে। তার ফাঁকেই কথা বলে নিলেন পরিচালক।

হরনাথ বললেন, "এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। তিনিই এই ছবির কেন্দ্রবিন্দু। এটা রঞ্জিতের ক্যারিয়ারের অন্যতম চরিত্র। এই ছবিতে আরও দুজন রয়েছেন। একজন পার্নো মিত্র ও অন্যজন ঋত্বিক চক্রবর্তী। তারা স্বামী-স্ত্রীর চরিত্রে।

গল্পটাও কিছুটা ভাঙলেন হরনাথ। তিনি বললেন, "অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় পার্নোর। পেশায় শিক্ষিকা সে ও ঋত্বিক একজন চিত্রনাট্যকার। কালিম্পংয়ে নিরিবিলিতে চিত্রনাট্য লিখতে আসেন ঋত্বিক, সঙ্গে আসেন পার্নো। আর সেখানেই পার্নোর মৃত্য় হয়ে যায়।"

তিনি আরও বলেন, "আমার ছবিতে রঞ্জিত থাকবে না তা হয়? ও আমার অনেকদিনের বন্ধু।" এই ছবিটি হরনাথের ক্যারিয়ারের অন্যতম ছবি হতে পারে বলে আশাবাদী তিনি।

ABOUT THE AUTHOR

...view details