কলকাতা, 17 মার্চ : আমাদের সমাজে মায়েরা আজও বড় অসহায় । আজও কন্যা সন্তানের জন্ম দিলে মাকে বাড়িতে কুকথা শুনতে হয় । শঙখ বাজে না, উলুধ্বনি পড়ে না । এরকমই এক গল্পকে এবার তার নতুন ছবির বিষয় হিসাবে বেছে নিলেন পরিচালক শুভেন্দু দাস (Suvendu Das New Film Save The Mothers)। তাঁর এই নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস' ৷
গল্পের দিকে তাকালে দেখা যায়, রাহুল এবং পূজা একে অপরকে ভালবাসে । কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি পূজার পরিবার । তাই রাহুলের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । রাহুলের পরিবার অবশ্য পূজাকে মেনে নেয় । বিয়ের কয়েক মাসের মধ্যেই পূজা গর্ভবতী হয় এবং রাহুলের পরিবার জানতে পারে পূজা একটি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছে (বে আইনি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে) । রাহুলের পরিবার ছেলে সন্তান চায় বলে তাদের পরিবারে সমস্যা শুরু হয় । সন্তানকে বাঁচাতে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । গল্প মোড় নেয় একজন সিঙ্গল মাদারের লড়াইয়ের দিকে । এরপর কী হয় সেটাই দেখার ।