কলকাতা : বইয়ের পাতা থেকে বের করে মগনলাল মেঘরাজকে 'প্রাণ' দিয়েছিলেন উৎপল দত্ত । আর এবার সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন খরাজ মুখার্জি । সম্প্রতি টুইটারে মগনলাল হিসেবে খরাজের ছবির পোস্ট করে একথা শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি ।
প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন সৃজিত । আর তার জন্য বেছে নিয়েছেন ফেলুদাকেই । সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই সিরিজ়ে ফেলুদা-তোপশে-জটায়ুর লুক । আর এবার প্রকাশ্যে এল মগনলালের লুক ।
আর সেই ছবি টুইটারে শেয়ার করে সৃজিত লেখেন, "চরিত্রের মধ্যে ঢুকতে মাত্র আধ মিনিট সময় লেগেছে ।"