মুম্বই : রকি ফিরছে 'কেজিএফ চ্যাপটার 2' নিয়ে । এই ছবির মুক্তি নিয়ে অনেক উদ্বেগ, অনেক উত্তেজনা আর কৌতুহল জমে ছিল দর্শকের মনে । অবশেষে প্রকাশ্যে এল মুক্তির তারিখ ।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানালেন যে, এই বছর অর্থাৎ 2021 সালের 16 জুলাই মুক্তি পাবে 'কেজিএফ চ্যাপটার 2' । কোনও ওটিটি প্ল্যাটফর্ম নয়, বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি ।
এই ঘোষণার সঙ্গে একটি পোস্টারও শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা এক্সেলের তরফ থেকে । অভিনেতা যশকে দেখা যাচ্ছে তাঁর 'রকি' অবতারে । হাতে রাইফেল নিয়ে এক বিশাল সিংহের মূর্তির সামনে দাঁড়িয়ে সে ।
'অধীরা' রূপী সঞ্জয় দত্তের সঙ্গে রকির ক্ষমতা দখলের লড়াইকে তুলে ধরবে 'কেজিএফ চ্যাপটার 2' । প্রশান্ত নীল পরিচালিত এই ছবির আর এক গুরুত্বপূর্ণ অংশে রয়েছেন শ্রীনিধী শেট্টি ।
দেখে নিন পোস্টার...