কলকাতা : নন্দিতা-শিবুর পরিচালিত 'প্রাক্তন' ছবিতে দুষ্টুমিষ্টি নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন মানালি। বিপরীতে ছিলেন বিশ্বনাথ। তারপর 'গোত্র' ছবিতে কাজ করতে গিয়ে প্রথম দিনেই বুক দুরু দুরু করেছিল মানালির।
প্রথম দিনের শুটিং প্যাকআপ হওয়ার পর মানালি বললেন, "বড় একটা বাড়িতে আমরা শুটিং করছি। এর আগে যত ওয়ার্কশপ হয়েছে, এই বাড়িতেই হয়েছে। ভালোই লাগছে। মজা হচ্ছে। নিজেদেরই বাড়ি মনে হচ্ছে।"
কেমন ছিল 'গোত্র'তে মানালি-নাইজেলের প্রথম দিনের শুটিং? - শিবপ্রসাদ মুখোপাধ্যায়
অগাস্ট মাসের জন্মাষ্টমীর দিন মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি 'গোত্র'। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানালি দে এবং নাইজেল আকারা। কেমন ছিল মানালি-নাইজেলের প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা? শুনুন তাঁদের মুখেই।
গোত্র
দেখুন ভিডিয়ো :