কলকাতা : সিনেমা, নাটক ও টেলিভিশনের পরিচিত মুখ কৌশিক সেন । যদিও তাঁকে এখন টেলিভিশনের পরদায় খুব একটা দেখা যায় না । বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম বুদ্ধিদীপ্ত পারফর্মার কৌশিক সেন । তবে শিল্পীদের কাজ তো শুধুমাত্র বিনোদন করা নয়, তাঁদের কাজ নিরপেক্ষভাবে এই সমাজকে দেখা, মতাদর্শ প্রকাশ করা । IANS-এর সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই বললেন কৌশিক ।
অভিনেতা বললেন, "'না' বলতে পারার সাহস থাকা উচিত শিল্পীদের, যে কোনও শক্তির সামনে । বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে প্রতিটা শিল্পকে রাজনৈতিক দিক থেকে বিচার করা হয় । আবার অন্যদিকে, এটা খুব ভালো ব্যাপার যে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতা রয়েছে, আমাদের ভোটার সংখ্যা নজর কাড়া ।"
কিন্তু এই সচেতনতা কি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে ? সংশয় প্রকাশ করে কৌশিক বললেন, "শেষ 10 বছর ধরে এই রাজনৈতিক সচেতনতা ভুল দিকে চালিত হচ্ছে । আমরা শিল্পীরা যা-ই করছি, সেটাতে রাজনৈতিক রঙ লাগিয়ে দেওয়া হচ্ছে । শিল্পের কনটেন্টটা রাজনীতির পক্ষে না বিপক্ষে, সেই নিয়ে চলছে কাটাছেঁড়া । এটা খুব ভয়ের ।"