কলকাতা, 16 জানুয়ারি:শুধু স্ত্রী নন, চূর্ণী গঙ্গোপাধ্যায় যে তাঁর জীবনের চালিকাশক্তি, তা আগেও বহুবার জানিয়েছেন প্রখ্যাত চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (kaushik churni marriage anniversary) ৷ দিনকয়েক আগে, স্ত্রীর জন্মদিনেও চূর্ণীর উদ্দেশে তিনি লিখেছিলেন, "আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি ।" এবার জীবনের এই সবচেয়ে কাছের মানুষটিকে সামাজিক ভাবে নিজের করে পাওয়ার দিনকে উদযাপন করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ বিবাহবার্ষিকীতে সবাইকে জানালেন কৃতজ্ঞতা ৷
এই বিশেষ দিনে তাঁদের বিয়ের একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন কৌশিক (wedding photo of kaushik ganguly and churni ganguly)৷ সেই ছবিতে তাঁকে ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে চেনার উপায় নেই ৷ নব বরবধূর বেশে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে তাঁদের ৷ রোগা ছিপছিপে লম্বা চেহারার কৌশিক গঙ্গোপাধ্য়ায় বরবেশে দাঁড়িয়ে চূর্ণীর পাশে ৷ আর মাথায় ফুলের মুকুট, গলায় রজনীগন্ধার মালা পরে লাল টুকটুকে বধূর রূপে এক গাল হাসছেন চূর্ণী ৷ এই ছবি মন জয় করে নিয়েছে ভক্তদের ৷
আরও পড়ুন:Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ