মুম্বই, 19 অগস্ট : অপেক্ষার অবসান ৷ সামনের সপ্তাহেই আবারও নিয়ম করে আম জনতার ঘরে ঘরে পৌঁছে যাবেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি 13 (Kaun Banega Crorepati 13)৷ আর শুরুতেই থাকছে বিশেষ চমক ৷ শানদার শুক্রবার নামে বিশেষ সেগমেন্টে আগামী 27 অগস্ট হটসিটে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)৷
এই সিজনের থিম 'জবাব আপ হি হো' (Jawaab Aap Hi Ho)৷ মানবজাতি এবং তাঁর জ্ঞান, ধ্যান ও সম্মানকে উদযাপন করবে এ বারের সিজন ৷ 21 বছর কেবিসি টিমের সঙ্গে থাকলেও এই শো কোনও দিন তাঁর কাছে পুরনো হবে না বলে জানিয়েছেন বিগ বি ৷ বরং আবারও হট সিটে বসে দর্শকদের ফিরে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত তিনি ৷ নয়া সিজন নিয়ে বিবৃতি দিয়ে অমিতাভ লিখেছেন, "গত সিজনে হয়ত এটাই প্রথম বার হয়েছিল যে, স্টুডিয়োর দর্শকরা এই শোয়ের অংশ ছিল না ৷ লাইফলাইনের ক্ষেত্রেও বড় পরিবর্তন ছিল ৷ আমি সত্যিই তাঁদের ও তাঁদের এনার্জিকে মিস করেছি...এটা সংক্রামক ! আমি খুবই খুশি যে এই সিজনে স্টুডিয়োর দর্শকরা ফিরে আসছেন ৷ লাইফলাইনে অডিয়েন্স পোলও থাকছে ৷ প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রের প্রতিযোগীদের সান্নিধ্য পাওয়ার অভিজ্ঞতা আমাকে আরও সমৃদ্ধ করে, অনুপ্রাণিত করে ৷"
আরও পড়ুন:Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি
একনজরে দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসছে কেবিসি 13-তে...
1. ফরম্যাটে যে বড় পরিবর্তনটি এসেছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ডে ৷ এ বছর এটিকে মডিফাই করে করা হয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট - ট্রিপল টেস্ট (Fastest Finger First – Triple Test)৷