পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bhool Bhulaiyaa 2: মোশন পোস্টারে ভুল ভুলাইয়া 2-এর মুক্তির নয়া দিন ঘোষণা কার্তিকের - ভুল ভুলাইয়া 2-এর ছবর

মুক্তির কথা ছিল নভেম্বরে ৷ তবে তা পিছিয়ে গেল সামনের বছর পর্যন্ত ৷ ভুল ভুলাইয়া 2 (Bhool Bhulaiyaa 2) মুক্তি পাচ্ছে আগামী বছর 25 মার্চ ৷ আজ এ কথা জানিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)৷

Kartik Aaryan released new motion poster, announced Bhool Bhulaiyaa 2 to hit theatres on March 25, 2022
মোশন পোস্টারে ভুল ভুলাইয়া 2-এর মুক্তির নয়া দিন ঘোষণা কার্তিকের

By

Published : Sep 28, 2021, 4:50 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর: পিছিয়ে গেল ভুল ভুলাইয়া 2 (Bhool Bhulaiyaa 2)-এর মুক্তির তারিখ ৷ নভেম্বরে নয়, কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) এই ফিল্ম মুক্তি পাচ্ছে সামনের বছর, 25 মার্চ ৷ নিজেই এ কথা ঘোষণা করেছেন অভিনেতা ৷ তবে একেবারে অন্য স্টাইলে ৷ মুক্তির নতুন দিন ঘোষণার সঙ্গেই তিনি পোস্ট করেছেন একটি নয়া মোশন পোস্টার (New Motion Poster) ৷

আনীজ বাজমি পরিচালিত এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন তাবু ও কিয়ারা আডবাণী ৷ আছেন রাজপাল যাদব ও গোবিন্দ নামদেবও ৷ প্রতিনিয়তই ছবির আপডেট দেন কার্তিক ৷ এ বার তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিল্মের একটি নয়া মোশন পোস্টার প্রকাশ করলেন ৷ ক্যাপশনে লিখেছেন, "25 মার্চ, 2022 ৷ ভুল ভুলাইয়া 2 আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে ৷" আগে ঘোষণা হয়েছিল যে, চলতি বছর 19 নভেম্বর মুক্তি পাবে ভূষণ কুমার প্রযোজিত এই হরর-কমেডি ফিল্ম ৷

আরও পড়ুন:Parineeti Chopra: গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো

2007 সালে প্রিয়দর্শনের তৈরি অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া বেশ জনপ্রিয় হয়েছে সিনেপ্রেমীদের কাছে ৷ এই ফিল্মে ছিলেন বিদ্যা বালান ও সাইনি আহুজাও ৷ কাজেই ভুল ভুলাইয়া 2 আসতে চলেছে, এই খবরেই উন্মাদনা দেখা দিয়েছিল দর্শকদের মধ্যে ৷ তবে গত বছর মার্চ থেকেই অতিমারির কারণে বারবার বাধাপ্রাপ্ত হয় ছবির প্রোডাকশনের কাজ ৷ লকডাউন ঘোষণার আগে লখনউতে চলছিল ছবির শুটিং ৷

আরও পড়ুন:Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল'-এ শেষ দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে ৷ তবে পরপর তাঁর বেশ কয়েকটি ছবি আসছে ৷ তার মধ্যে রয়েছে রাম মাধবানির থ্রিলার 'ধামাকা'৷ এ ছাড়াও শিগগিরই শুটিং শুরু হবে 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র ৷

আরও পড়ুন:Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ

আগামী বছর ভুল ভুলাইয়া 2 ছাড়াও সিনেমা হলে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের রাম সেতু ও অজয় দেবগণের মে ডে ৷

আরও পড়ুন:Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

ABOUT THE AUTHOR

...view details