পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kareena Kapoor: জন্মদিনে সমুদ্র সৈকতে সইফের আলিঙ্গনে করিনা - সইফ আলি খানের ছবি

সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে জন্মদিন কাটালেন করিনা কাপুর (Kareena Kapoor)৷ তাঁদের একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷

kareena-Kapoor shares-romantic-pic-with-saif-on-her-41st-birthday
জন্মদিনে সমুদ্র সৈকতে সইফের আলিঙ্গনে করিনা

By

Published : Sep 21, 2021, 8:55 PM IST

মুম্বই, 21 সেপ্টেম্বর: 41-এ পড়লেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor)৷ জন্মদিনে হাবি সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি ৷ সেখান থেকেই তাঁদের এক রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করলেন বেবো ৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি শেয়ার করেছেন করিনা কাপুর ৷ যেখানে দেখা যাচ্ছে তাঁর গলা জড়িয়ে রয়েছেন সইফ আলি খান ৷ পেছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র ৷ দুজনেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ৷ ছবিটির ক্যাপশনে করিনা আজকের তারিখ লিখেছেন, "21-9-2021"৷ অর্থাৎ ছবিটি যে আজকেই তোলা এবং তিনি হাবিকে নিয়ে একান্তে জন্মদিন কাটাচ্ছেন সমুদ্র সৈকতে, সেটাই বোঝাতে চেয়েছেন করিনা ৷

মালদ্বীপে সইফিনা

আরও পড়ুন:Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা

2012 সালের অক্টোবর মাসে বিয়ে হয় সইফ-করিনার ৷ তাঁদের দুই সন্তান, তৈমুর ও জেহ ৷ 2008 সালে টশন (Tashan) ফিল্মের শ্যুটিং চলাকালীন তাঁরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন ৷ এলওসি কার্গিল ও ওমকারাতেও তাঁদের জুটিতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন:Debjani Sujoy Exhibition : পুজোর আগে দেবযানী-সুজয়ের পরব-এ চাঁদের হাট

করিনার ইনস্টা স্টোরি

কর্মক্ষেত্রে আগামী দিনে মাচ অ্যাওয়েটেড ফিল্ম লাল সিং চাড্ডায় (Laal Singh Chaddha) দেখা যাবে করিনা কাপুরকে ৷ এই মুভিতে তাঁর বিপরীতে রয়েছেন আমির খান ৷ এর আগে থ্রি ইডিয়টসে (3 Idiots) জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁদের ৷ এ ছাড়াও থাকছেন মোনা সিং ৷ 1994 সালের অস্কারজয়ী ফিল্ম ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক এই লাল সিং চাড্ডা ৷ গত বছরই শুরু হয়েছে ছবির শ্যুটিং ৷ দেশের প্রায় 100টি লোকেশনে শ্যুটিং হয়েছে ৷ এখনও পর্যন্ত যা খবর, বড়দিনে মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন:Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

ABOUT THE AUTHOR

...view details