মুম্বই, 30 মার্চ : তাঁর গালফ্রেন্ড তথা 'বিগ বস 15' বিজয়ী তেজস্বী প্রকাশকে যেভাবে সর্বদা ফলো করছে পাপারাজ্জি, তা নিয়ে মোটেই খুশি নন অভিনেতা করণ কুন্দ্রা (Karan Kundrra on Paparazzi) ৷ প্রসঙ্গত মাত্র একদিন আগেই বাড়ি থেকে 'নাগিন 6'-এর সেট অবধি অনুসরণ করেছিল পাপারাজ্জি ৷ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বহু ভিডিয়োও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে তেজস্বী ক্যামেরা থেকে বাঁচার তীব্র চেষ্টা করছেন ৷
স্বাভাবিকভাবেই এই ঘটনা ভালভাবে মেনে নেননি করণ ৷ মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "জানেন কি ও নিরাপত্তার অভাব বোধ করছে... এভাবে ঘরের ভিতরে চলে আসছে, এটা তো ভাল লাগে না তাই না ৷ গাড়ির কাঁচের রঙ কালো করিয়ে দিয়েছি ৷ এসব একেবারেই মেনে নেওয়া যায় না ৷ ও একটা মেয়ে ৷ "