পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টিজ়ার প্রকাশ করণ জোহরের, নেটফ্লিক্সে ঝড় তুলবে 'আজীব দাস্তাঁ' - করণ জোহর

আগামী 16 এপ্রিল আসছে নেটফ্লিক্স অরিজিনাল আজীব দাস্তাঁ ৷ তারই টিজ়ার প্রকাশ করলেন করণ জোহর ৷ চারটি গল্প নিয়ে তৈরি এই ছবি ৷

Karan Johar unveils Netflix anthology Ajeeb Daastaans teaser
টিজ়ার প্রকাশ করণ জোহরের, নেটফ্লিক্সে ঝড় তুলবে 'আজীব দাস্তাঁ'

By

Published : Mar 19, 2021, 2:11 PM IST

মুম্বই, 19 মার্চ: চার বিখ্যাত পরিচালকের চার চারটে গল্প ৷ তারই সমাহার পরবর্তী নেটফ্লিক্স অরিজিনাল আজীব দাস্তাঁ ৷ যার টিজ়ার প্রকাশ করলেন আর এক প্রখ্যাত চিত্রনির্মাতা করণ জোহর ৷ আগামী 16 এপ্রিল নেটফ্লিক্সে হতে চলেছে তার প্রিমিয়ার ৷ সম্পর্কের টানাপোড়েন ও আবেগের অধ্যায়ে অপ্রত্যাশিত টুইস্ট আনবে আজীব দাস্তাঁ ৷

টুইটারে এর টিজ়ার প্রকাশ করে করণ জোহর ক্যাপশনে লিখেছেন, "এসে গিয়েছে...মিলিত প্রচেষ্টা, যদিও প্রত্যকটা স্বতন্ত্র ৷ ধর্মার চার অত্যন্ত প্রতিভাধর পরিচালকের আজীব দাস্তাঁ পেশ করছি ৷ চারটি গল্পকে একসূত্রে গাঁথা যে গল্পগুলি বাস্তব জীবনে অদ্ভুত ৷" শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘায়ওয়ান ও কায়োজে ইরানির পরিচালিত চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে আজীব দাস্তাঁ ৷

টিজ়ারে চারটি গল্পই রয়েছে ৷ আর তাতে রয়েছে ভালোবাসা, যৌনতা, থ্রিল ও দুঃখ ৷ ফিল্মে অভিনয় করেছেন একাধিক নাম করা অভিনেতা অভিনেত্রী ৷ সেই তালিকায় রয়েছেন ফতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াট, আরমার রালহান, নুসরত ভারুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনায়ত ভার্মা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কল, টোটা রায়চৌধুরী-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: পর্দার হর্ষদ মেহতা অভিষেক, নজরকাড়া 'দ্য বিগ বুল'-এর ট্রেলার

এই গল্পে রয়েছে হিংসা, ভালোবাসা, নৈতিক টানাপোড়েন, সম্পর্কের ওঠানামা-সহ আরও অনেক কিছু ৷ আর রয়েছে দাপুটে অভিনয় ৷ টিজ়ারেই যথেষ্ট আশা জাগাচ্ছে নয়া এই ফিল্ম ৷

ABOUT THE AUTHOR

...view details