পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কণ্ঠ'-র নতুন গান বলছে ঘুরে দাঁড়ানোর কথা...

ক্যানসারকে জয় করার গল্প বলবে 'কণ্ঠ'। একজন রেডিয়ো জকির জীবনে কণ্ঠই তাঁর পরিচিতি। সেই কণ্ঠই যখন বাদ যায়, তখন কী হয়...অনুপমের নতুন গান সেকথাই বলছে।

By

Published : Apr 20, 2019, 7:53 PM IST

কলকাতা : গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি লাইন, "আমার ঈশ্বর চিনে নেবে আমায়"। কথা হচ্ছে অনুপম রায়ের সদ্য প্রকাশিত 'আলোয় আলোয় ঢাকা' গানটি নিয়ে। 'কণ্ঠ' ছবিতে এই গানটি গেয়েছেন অনুপম।

ক্যানসারকে জয় করার গল্প বলবে 'কণ্ঠ'। একজন রেডিয়ো জকির জীবনে কণ্ঠই তাঁর পরিচিতি। গলা থেকে সাউন্ড বক্স বাদ যাওয়ার পর ইসোফেগাল ভয়েজের সাহায্যে ফের জীবন যুদ্ধ শুরু করেন রেডিয়ো জকি অর্জুন (শিবপ্রসাদ মুখোপাধ্যায়)। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ১০ মে। সেই ছবি দিয়ে দুটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই একটি গেছেন সাহানা বাজপেয়ী। সবাই চুপ। সেই গান কলেজ জীবনের নস্টালজিক প্রেমকে মনে করিয়ে দেয়।

অন্য গানটি প্রকাশিত হল আজ, কিছুক্ষণ আগে।'আলোয় আলোয় ঢাকা'। গানটি গেয়েছেন অনুপম রায়। গানে রয়েছে জীবনীশক্তি। হেরে যেতে যেতে জিতে যাওয়ার আনন্দ। আশা, প্রত্যাশা, আশাবাদ।

অনুপম বললেন, "আগের বছর গানটা লিখেছিলাম। এই ছবিটার জন্যই গানটা লেখা। যেহেতু বিষয়বস্তু ক্যানসার। সকাল থেকে যা রেসপন্স পাচ্ছি, সবাই ভালই তো বলছেন।"

ABOUT THE AUTHOR

...view details