কলকাতা : একজন রেডিয়ো জকি। অন্যজন জন্ডিস আক্রান্ত শ্রোতা। মুগ্ধতা থেকে প্রেম। কথা হচ্ছে রেডিয়ো শিল্পী জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু সম্পর্কে। বাস্তবে তাঁরা স্বামী-স্ত্রী। আর তাঁদের প্রেম রেডিয়োসূত্রে। আর ধরে নেওয়া যেতে পারে, তাঁদেরই প্রেমের ছোঁয়াচে রয়েছে 'কণ্ঠ' ছবিতে।
'কণ্ঠ'-র প্রথম স্বর বলছে ভালোবাসার গল্প - paoli dam
রেডিয়ো শিল্পী জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর প্রেম কাহিনির সঙ্গে নায়ক-নায়িকা অর্জুন এবং পৃথার সঙ্গে মিল খুঁজে পেতে পারেন দর্শক।
গরমের ছুটি, অর্থাৎ মে মাসের 10 তারিখ মুক্তি পাচ্ছে উইন্ডোজ় প্রোডাকশন হাউজের নতুন ছবি 'কণ্ঠ'। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজেই। অর্থাৎ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চরিত্রের নাম অর্জুন। সে একজন রেডিয়ো জকি। এবং তাঁর বিপরীতে রয়েছেন পাওলি দাম, অর্জুনের প্রেমিকা পৃথার চরিত্রে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে উইন্ডোজ়ের আরেকটি ছবি মুখার্জিদার বউ। ছবিটি জনপ্রিয় হয়েছে উইন্ডোজ়ের অন্যান্য ছবির মতোই। তাই একই প্রযোজনা সংস্থা থেকে শুভমুক্তির দিকে এগিয়ে চলা 'কণ্ঠ'-কে ঘিরেও দর্শকের প্রত্যাশা তুঙ্গে। কয়েকঘণ্টা আগে অনলাইনে মুক্তি পেয়েছে একটি ভিডিয়ো। শুরুতেই কণ্ঠ ও তার মুক্তির তারিখ জ্বলজ্বল করে ভেসে ওঠে স্ক্রিনে। এবং তারপরই রেডিয়ো শিল্পী জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর প্রেম কাহিনি জানতে পারে দর্শক। যা দেখে অবশ্য ছবির নায়ক-নায়িকা অর্জুন এবং পৃথার সঙ্গে মিল খুঁজে পেতে পারেন দর্শক। কেমন সেই ভিডিয়ো চলুন জেনে নিই দেখে নিই।