বেঙ্গালুরু : মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB)-এর একটি দল রাগিনীর বাড়িতে তল্লাশি চালায় আজ । বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করে তাঁরা । এরপর জেরার জন্য অভিনেত্রীকে CCB দপ্তরে নিয়ে যান তদন্তকারী অফিসাররা । আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে ।
3 সেপ্টেম্বর রাগিনীকে তলব করা হলেও CCB-র অফিসে নিজে হাজির না হয়ে নিজের আইনজীবীকে পাঠান অভিনেত্রী । এর পরই CCB-র অফিসাররা আদালতের দ্বারস্থ হয়ে রাগিনীর বাড়িতে তল্লাশির আবেদন জানান । আর আজই তাঁরা গিয়ে পৌঁছন তাঁর বাড়ি ।