পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার - পুনিত রাজকুমারের খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 46 বছরের জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার (Puneeth Rajkumar)৷ তাঁর মৃত্যুতে ভক্তদের সামলাতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

kannada-actor-puneeth-rajkumar-dies-at-46-karnataka-govt-issues-high-alert
সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত আরও এক জনপ্রিয় অভিনেতা

By

Published : Oct 29, 2021, 3:44 PM IST

Updated : Oct 29, 2021, 4:27 PM IST

বেঙ্গালুরু, 29 অক্টোবর: সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে অকালেই চলে গেলেন আরও এক জনপ্রিয় অভিনেতা ৷ প্রয়াত 46 বছরের পাওয়ার স্টার পুনিত রাজকুমার (Puneeth Rajkumar) ৷ আজ সকালে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে ৷ তাঁর মৃত্যুর পর ভক্তদের সামলাতে জেলা কমিশনার ও পুলিশকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার (Karnataka govt)৷

বিক্রম হাসপাতালের ডা. রঙ্গনাথ নায়ক জানিয়েছেন, বেলা 11.30 নাগাদ পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক ৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হন কন্নড় অভিনেতা ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে তাঁর ইসিজি করানো হয় ৷ সেখানেই স্পষ্ট হয় যে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিক্রম হাসপাতালে ৷

আরও পড়ুন:Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ ছাড়াও প্রাক্তন কয়েকজন মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী যান হাসপাতালে ৷ পুনিতের অসুস্থতার খবর জানাজানি হতেই হাসপাতালের বাইরে ভিড় জমান তাঁর ভক্তরা ৷ কন্নড় অভিনেতা যশ ও অন্যান্য তারকারাও চলে যান হাসপাতালে ৷ এর কিছু সময় পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, "আমি গভীর ভাবে শোকাহত ৷ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় সেলিব্রিটি শ্রী পুনিত রাজকুমার ৷ কন্নড়দের প্রিয় অভিনেতা আপ্পুর প্রয়াণে কর্নাটকের বিরাট ক্ষতি হয়ে গেল ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাঁর আত্মা শান্তি পাক এবং তাঁর ভক্তরা এই যন্ত্রণা সহ্য করার শক্তি পান ৷"

আরও পড়ুন:Aryan Khan’s bail: আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের

কন্নড় তারকার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেদুনিয়ায় ৷ চিরঞ্জীবী থেকে শুরু করে মহেশ বাবু, সুধীর বাবু, পূজা হেগড়ে, হংসিকা, অভিষেক বচ্চন, সোনু সুদ-সহ আরও অনেকে টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত মানুষের কাছে জনপ্রিয় হন আপ্পু ছবির জন্য ৷ 2002 সালের সেই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এ ছাড়াও তাঁর পাওয়ার স্টার তুমুল জনপ্রিয়তা পায় ৷ তাঁর দাদা শিব রাজকুমারও যথেষ্ট জনপ্রিয় অভিনেতা ৷ শিশু শিল্পী হিসেবে ফিল্মে কাজ করা শুরু পুনিতের ৷ 1976 সালে প্রেমাদা কানিকে ও আরাথিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে মাত্র 6 মাস বয়সে ৷ 2012 সালে টেলিভিশনে তাঁর অভিষেক ঘটে প্রেজেন্টার হিসেবে ৷ স্ত্রী অশ্বিনী রেবন্ত ও দুই সন্তানকে রেখে অকালেই চিরবিশ্রামে চলে গেলেন পুনিত রাজকুমার ৷

আরও পড়ুন:Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

Last Updated : Oct 29, 2021, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details