পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kangana Ranaut on Will Smith : আমিও একই কাজ করতাম, স্মিথের চড় মারার সমর্থনে মুখ খুললেন কঙ্গনা - স্মিথের চড় মারার সমর্থনে মুখ খুললেন কঙ্গনা

"যদি কোন ইডিয়ট আমার মা বা বোনের অসুস্থতাকে আরও কিছু বোকাদের হাসাতে ব্যবহার করত, আমিও তাকে উইল স্মিথের মতই চড় মারতাম..." স্মিথের চড় মারার ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut on Will Smith slapping) ৷

Kangana Ranaut on Will Smith
আমিও একই কাজ করতাম, স্মিথের চড় মারার সমর্থনে মুখ খুললেন কঙ্গনা

By

Published : Mar 29, 2022, 4:48 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ : এবার এক ভীষণ অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী রইল 94তম আকাদেমি পুরস্কারের মঞ্চ ৷ এদিন ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে লঘু রসিকতা করায় তা মেনে নিতে পারেননি অভিনেতা ৷ মঞ্চে উঠেই ক্রিসকে কষিয়ে থাপ্পড় মারেন তিনি ৷ আসলে উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট বর্তমানে অ্যালোপেশিয়ার সমস্যায় ভুগেছেন ৷ চিকিৎসার কারণেই চুল ওঠার সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ রোগে আক্রান্ত স্ত্রীর চুলের প্রসঙ্গ নিয়ে কটাক্ষ সহ্য় করতে পারেননি স্মিথ ৷

এই ঘটনার পর থেকেই নানা জনের নানা মন্তব্য সামনে এসেছে ৷ এবার তাঁর সমর্থনে মুখ খুললেন বলি সুন্দরী কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut on Will Smith slapping) ৷ নিজের ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "যদি কোন ইডিয়ট আমার মা বা বোনের অসুস্থতাকে আরও কিছু বোকাদের হাসাতে ব্যবহার করত, আমিও তাকে উইল স্মিথের মতই চড় মারতাম... আশা করি তিনি আমার #লকআপে (আপাতত ওটিটি-তে লকআপ নামের একটি শো হোস্ট করেন কঙ্গনা) আসবেন ৷"

স্মিথের চড় মারার ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত

আরও পড়ুন : ভালবাসার পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই, রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন স্মিথ

যদিও অস্কারের মঞ্চে এবার সেরা অভিনেতার পুরস্কার জয়ের পরেও নিজের এই কৃত কর্ম নিয়ে ক্ষমা প্রার্থণা করেছেন স্মিথ ৷ এরপর সোমবার তিনি ইনস্টাগ্রামেও লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ "

ABOUT THE AUTHOR

...view details