কলকাতা : মা একদিন আগেই মা হারিয়েছেন । মায়ের মৃত্যুতে ভেঙেও পড়েছিলেন । ওই ঘটনার পর কাটেনি 24 ঘণ্টা । কিন্তু, মনের মধ্যে শত কষ্টকে চেপে রেখে আজ সকাল সকাল হাসিমুখে শুটিং ফ্লোরে উপস্থিত হন কাঞ্চন মল্লিক । যেন কিছুই হয়নি গতকাল । সব কিছুই রয়েছে স্বাভাবিক । হয়তো পেশার জন্য এটাই করতে হয় একজন অভিনেতাকে ।
আজ সোশাল মিডিয়ায় এই খবর পোস্ট করেন রুদ্রনীল ঘোষ । দুটি পোস্ট করেন তিনি । একটি ছবিতে মাকে শেষবার প্রণাম করতে দেখা গিয়েছে কাঞ্চনকে । আর অন্য ছবিটি আজ সকালের । যেখানে সেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।
এই ছবির ক্যাপশনে রুদ্রনীল লেখেন, "একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক । যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন । হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে । কিন্তু, জীবিকার কারণে, মানুষকে হাসাবার দায়িত্বে সে আজ সকাল থেকে শুটিং ফ্লোরে । যন্ত্রণা ভোলার জন্য 24 ঘণ্টাও কাটেনি । হ্যাঁ অভিনেতারা ঠিক সহজ মানুষ নয় । হয়ত অন্য কিছু ।"
রুদ্রনীল পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনেকেই । কাঞ্চনকে সমবেদনা জানান অনেকেই ।
কমেন্ট করেছেন খরাজ মুখার্জিও । তিনি লেখেন, "আজকেই খবরটা পেলাম । অবশ্যই দুঃসংবাদ । আশা করি কাঞ্চন সামলে উঠবে । এমন দিন আমারও গিয়েছে । তোরাও জানিস । শিল্পী হতে গেলে অনেক কিছু অন্তর্লীন করতে হয় । ভালো থাক ।"