নতুন দিল্লি, 16 জানুয়ারি : এবার প্রোযোজক হিসাবে তামিল ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন অভিনেতা তথা পরিচালক কমল হাসান (Kamal Haasan will produce a tamil film with SPFI and RFI) ৷ যদিও তিনি একা নন, ছবিটি আসতে চলেছে সোনি পিকচার ফিল্মস ইন্ডিয়া, রাজকুমার ফিল্মস ইন্টারন্যাশানাল এবং তাঁর যৌথ প্রযোজনায় ৷ শনিবার নিজেই একথা জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই মহাতারকা ৷ ছবির মুখ্য় চরিত্রে দেখা যাবে দক্ষিণি অভিনেতা শিবকার্তিকায়নকে ৷ অন্যদিকে ছবির কাহিনি এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার পেরিয়াসামি ৷ যাঁর ক্রাইম অ্য়াকশন ছবি রেঙ্গুন যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকদের মধ্য়ে ৷
নতুন এই তারকাদের সঙ্গে কাজ শুরু করতে পেরে যথেষ্ট খুশি কমল ৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, "যেকোনও ভাল গল্পের সবচেয়ে বড় শক্তি তা পরিবর্তনশীল হবে এবং এই গল্পটিতে গতি আছে, যা দর্শকেদের নানাভাবে অনুপ্রাণিত করবে এবং মানসিক উত্তরণে সাহায্য় করবে ৷ আমি সত্যিই গর্বিত সোনি পিকচার ফিল্মস ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে ৷ অভিনেতা অভিনেতা শিবকার্তিকায়ন এবং পরিচালক রাজকুমার পেরিয়াসামি ছবিটিকে বড় পর্দায় আনতে চলেছেন ৷"