পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

kakababur Protyaborton Release Date Announced : বড়পর্দায় কাকাবাবু ফিরছেন 4ফেব্রুয়ারি, ট্রেলার বড়দিনের আগে - Prosenjit Chatterjee

এবার কাকাবাবু সন্তুকে নিয়ে পৌঁছে যাবেন আফ্রিকার জঙ্গলে। সেখানকার গহিন জঙ্গলে তারা কী করবে সেটাই চমক। নীললোহিতের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' বানিয়েছেন সৃজিত (Srijit Mukherji)। টিজারে সাড়া মিলেছিল ভালই। মঙ্গলবার প্রযোজনা সংস্থা এসভি এফ'র তরফেও জানিয়ে দেওয়া হল ছবির ট্রেলার আসছে ২৪ ডিসেম্বরে (Kakababur Protyaborton trailer will release on 24th December)।

kakababur Protyaborton Release Date Announced
বড়পর্দায় কাকাবাবু ফিরছেন 4ফেব্রুয়ারি, ট্রেলার বড়দিনের আগে

By

Published : Nov 30, 2021, 3:46 PM IST

কলকাতা, 30 নভেম্বর : অপেক্ষার অবসান ৷ বড়পর্দায় কাকাবাবুর প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ৷ আগামী ৪ ফেব্রুয়ারি দর্শকের দরবারে আসছে পরিচালকের 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton will release on 4th February) ৷ ছবিটির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামী 24 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক আগে। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের এমনই খবর দিলেন সৃজিত মুখোপাধ্যায় ৷ জানানো হল প্রযোজক সংস্থা এসভিএফে'র (SVF) তরফেও ৷

'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর সাফল্যকে সঙ্গী করে পরিচালক যে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' তৈরি করছেন, সে ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন তাঁর অনুরাগীরা ৷ এমনকি চলতি বছর পুজো কিংবা ক্রিসমাসেও ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করেছিলেন তারা ৷ কিন্তু পুজোয় মুক্তি না পাওয়ায় জল্পনা আরও তীব্র হয় ৷ অবশেষে সেই জল্পনায় ইতি টেনে সৃজিত (Srijit Mukherjee) জানিয়ে দিলেন, আগামী বছরের গোড়াতেই সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) কালজয়ী সৃষ্টি কাকাবাবুর তৃতীয় গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।

কাকাবাবু এবং সন্তু জুটিকে এর আগে রুপোলি পর্দায় ভালবেসেছে দর্শক। এবার কাকাবাবু সন্তুকে নিয়ে পৌঁছে যাবেন আফ্রিকার জঙ্গলে। সেখানকার গহিন জঙ্গলে তারা কী করবে সেটাই চমক। নীললোহিতের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' বানিয়েছেন সৃজিত। টিজারে সাড়া মিলেছিল ভালই। মঙ্গলবার প্রযোজনা সংস্থা এসভি এফ'র তরফেও জানিয়ে দেওয়া হল ছবির ট্রেলার আসছে ২৪ ডিসেম্বরে (Kakababur Protyaborton trailer will release on 24th December)।

আরও পড়ুন : 67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

কাকাবাবু ও সন্তু চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং আরিয়ান ভৌমিকের (Aryann Bhowmik) জুটিকে ফের একবার বরণ করে নেওয়ার অপেক্ষায় বাংলা ছবির দর্শক ৷ হিট জুটি পুনরায় কতটা সাফল্য দেয়, এখন সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details