চিনতে পারছেন এই দুই টলি তারকাকে ? - দেব
এবার পুজোয় সাইবার দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে দর্শককে সাবধান করতে মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের ছবি 'পাসওয়ার্ড'। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ETV Bharat সিতারার সঙ্গে তিনি শেয়ার করলেন ছবির দুটি পোস্টার।
![চিনতে পারছেন এই দুই টলি তারকাকে ?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3688897-446-3688897-1561727575115.jpg)
পাসওয়ার্ড
কলকাতা : পোস্টার দুটিতে মুখে কালো কাপড় বেঁধে একটিতে রুক্মিণী মৈত্র এবং অন্যটিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। রুক্মিণী-পরমব্রত ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন দেব, পাওলি দাম এবং আদৃত রায়।