পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জুনিয়র টেকনিশিয়ানদের টাকা দিতে শুরু করল ফেডারেশন - undefined

কথা রাখল ফেডারেশন । জুনিয়র টেকনিশিয়ানদের হাতে তুলে দিল অর্থসাহায্য ।

junior technicians get money fron federation
junior technicians get money fron federation

By

Published : Apr 8, 2020, 10:33 PM IST

কলকাতা : কোরোনার কারণে লকডাউন সর্বত্র । অনেক মানুষের কাজ বন্ধ । সংসার চালানো মুশকিলের হয়ে দাঁড়িয়েছে । যেমন টলিউডের জুনিয়র টেকনিশিয়ানরা, দিন আনি দিন খাই রোজগার সবার । তাঁদের পাশে এসে দাঁড়াল ফেডারেশন । তহবিলে অনুদান দিলেন সিনিয়র টেকনিশিয়ান ও অভিনেতা-অভিনেত্রীরা আর আজ থেকেই সেই অনুদান টেকনিশিয়ানদের হাতে তুলে দেওয়া শুরু হল । এই বিষয় আমাদের সঙ্গে কথা বলেন গৌতম ঘোষ ।

গৌতম আমাদের বলেন, "আমাদের ৫২ লাখেরও বেশি অনুদান জমা পড়েছে তহবিলে । জুনিয়র টেশনিশিয়ানদের হাতে আজ থেকে অনুদান তুলে দেওয়া শুরু করলাম আমরা । আমি, স্বরূপ বিশ্বাস আর অরিন্দম শীল গেছিলাম অর্থ তুলে দিতে । 60 থেকে 70 জনকে কাজ অর্থ দেওয়া হল । বেশি ভিড় যাতে না হয়, সেই বিষয়টা দেখা হয়েছে। আজ উদ্বোধন করে এলাম আমরা । এবার থেকে ওঁরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে অনুদান তুলে দেবে ।"

টাকা দেওয়ার কাজ চলছে

গৌতম আরও বলেন, "আপনি ভাবুন এত টেকনিশিয়ান । তাঁদের কোনও কাজ নেই । আমরা ধরে রেখেছিলাম, 14 এপ্রিল পর্যন্ত ব্যাপারটা গড়াবে । এখন তো মনে হচ্ছে তারপরও বিষয়টা গড়াবে । তখন কী হবে, সেই চিন্তার বিষয় । এটা আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র । যাঁরা যাঁরা আর্থিক সাহায্য করেছেন, তাঁদের আমি অভিনন্দন জানাচ্ছি ।"

কথায় কথায় গৌতম জানালেন, "এরকম করে রোজই দেওয়া হবে টাকা । এঁদের তো নো ওয়ার্ক নো পে । আমরা কেউ কিছু বলতে পারব না । নির্ভর করছে আমাদের দেশ কোন দিকে যায় । এটা যদি আরও ভয়াবহ রূপ নেয়, কোথায় যাবে আমরা জানি না । তার উপর এরকম একটা দেশ, যেখানে এত অর্থনৈতিক বৈষম্য রয়েছে। সেখানে কী হবে বলে কঠিন।"

মাস্ক পরে গৌতম

কোরোনা আমাদের শিখিয়ে গেল অনেক কিছু। এই কথা বললেন গৌতম ঘোষও। বললেন, "এত কিছুর মাঝে, কোরোনা আমাদের অনেককিছু শিখিয়েছে । চোখ-কান খুলে দিয়ে বলল, দেখ রাজা-উজির সবাই সমান । আমি এটাই চাই, এবার মানুষ একটু সভ্য হোক । একটু ছোটাছুটি কম করুক । একটু আস্তে চলুক । এই বৈভব, লাক্সারি, এগুলো বন্ধ করুক । মানুষ একটু নরমাল জীবনযাপন করুক, যেমনটা আমরা আগে দেখে এসেছি । মানুষ একটু কম কনজিউম করুক, কম জঞ্জাল হোক । গ্রামেগঞ্জে জঞ্জাল নেই বলে সেখানে কোরোনাও কিন্তু নেই । শহর থেকে যা কিছু হয়েছে । গ্রাম থেকে নয়।", বলে চলেন গৌতম ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details