জুন মাসেই ইস্তানবুলে বিয়ে নুসরতের - bangali actress
নুসরত জাহানের জীবনে এখন একের পর এক টার্নিং পয়েন্ট। তিনি এখন বিচরণ করছেন সপ্তম স্বর্গে। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের বসিরহাটের প্রার্থী নুসরত বিপুল ভোটে জয়ী হয়েছেন। প্রতিপক্ষকে পরাজিত করেছেন ৩,৫০,৩৬৯ ভোটে। এরই মধ্যে শোনা গেল আর এক খুশির খবর। জুন মাসে বিয়ে করছেন নুসরত। খোঁজ নিল ETV ভারত।
নুসরাত জাহান
কলকাতা : শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে ফোনে মাত্র দুটো কথা বললেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। বললেন, "নিশ্বাস ফেলার সময় পাচ্ছি না এখন। সদ্য ভোটের ব্যস্ততা কাটল। এখন অনেক বড় দায়িত্ব। তাঁর মধ্যেই বিয়ের প্রস্তুতি।"
কাকে বিয়ে করছেন নুসরত? অভিনেত্রীর ম্যানেজার জানালেন, "পাত্রের নাম নিখিল জৈন। তিনি কলকাতার বিখ্যাত শিল্পপতি। বিদেশে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করে কলকাতাতেই থাকেন। কাজের সূত্রেই নুসরতের সঙ্গে আলাপ হয়েছে তাঁর।"