পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জুন মাসেই ইস্তানবুলে বিয়ে নুসরতের - bangali actress

নুসরত জাহানের জীবনে এখন একের পর এক টার্নিং পয়েন্ট। তিনি এখন বিচরণ করছেন সপ্তম স্বর্গে। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের বসিরহাটের প্রার্থী নুসরত বিপুল ভোটে জয়ী হয়েছেন। প্রতিপক্ষকে পরাজিত করেছেন ৩,৫০,৩৬৯ ভোটে। এরই মধ্যে শোনা গেল আর এক খুশির খবর। জুন মাসে বিয়ে করছেন নুসরত। খোঁজ নিল ETV ভারত।

নুসরাত জাহান

By

Published : May 27, 2019, 11:01 AM IST



কলকাতা : শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে ফোনে মাত্র দুটো কথা বললেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। বললেন, "নিশ্বাস ফেলার সময় পাচ্ছি না এখন। সদ্য ভোটের ব্যস্ততা কাটল। এখন অনেক বড় দায়িত্ব। তাঁর মধ্যেই বিয়ের প্রস্তুতি।"

কাকে বিয়ে করছেন নুসরত? অভিনেত্রীর ম্যানেজার জানালেন, "পাত্রের নাম নিখিল জৈন। তিনি কলকাতার বিখ্যাত শিল্পপতি। বিদেশে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করে কলকাতাতেই থাকেন। কাজের সূত্রেই নুসরতের সঙ্গে আলাপ হয়েছে তাঁর।"

নিখিলের সঙ্গে নুসরত
তবে কলকাতায় বিয়ে করছেন না নুসরত। বিদেশে পাড়ি দিচ্ছেন। অন্যান্যদের মতো ইতালি তাঁর প্রিয় গন্তব্য নয়। তিনি বিয়ে করছেন ইস্তানবুলে। তেমনটাই জানিয়েছেন তাঁর ম্যানেজার। বললেন, "নুসরত ও নিখিল ঠিক করেছেন ইস্তানবুলে বিয়ে করবেন। সেখানকার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল বুকিং করা হয়েছে জুনের ১৯ থেকে ২১ পর্যন্ত। ১৯ তারিখে ওঁদের বিয়ে।"
নিখিল...
বিগত কয়েক মাসে ভোটের প্রচারে অসম্ভব ব্যস্ত ছিলেন নুসরত। এবার ব্যস্ততা আর এক অনুষ্ঠানকে ঘিরে। জুনেই বিয়ে তো। তাই হাতে সময় খুব কম। ইতিমধ্যেই মেহেন্দি-সংগীতের আয়োজন শুরু হয়ে গিয়েছে বাড়িতে। নিমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছে বন্ধুবান্ধবদের কাছে। শুভেচ্ছা রইল ETV ভারতের।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ABOUT THE AUTHOR

...view details