কলকাতা, 15 ডিসেম্বর:হইহই করে হাজির হইচই সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার (Rudrabinar Obhishhap trailer)। খুব শীঘ্রই শুরু হবে স্ট্রিমিং ।
'তানসেনের তানপুরা' যাঁরা দেখেছেন তাঁরা চেনেন আলাপ এবং শ্রুতিকে । 'রুদ্রবীণার অভিশাপ'-এ আলাপ, শ্রুতি তো আছেই, থাকছে আরও কয়েকটি নতুন চরিত্র । তাদের সঙ্গেই আলাপ হওয়ার পালা এবার । 'তানসেনের তানপুরা'র মতো 'রুদ্রবীণার অভিশাপ'ও দুটি পার্টে আসবে ।
বলা বাহুল্য, 2019 সালে স্ট্রিমিং হওয়া জনপ্রিয় ওয়েব সিরিজগুলি মধ্যে একটি 'তানসেনের তানপুরা'। দুটি পার্টেই বিপুল সমাদর পায় এই সিরিজ । সুর আর রহস্যে ঠাসা এই সিরিজের মাধ্যমেই ওয়েবে ডেবিউ করেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। 'তানসেনের তানপুরা'র তৃতীয় সিজনে অর্থাৎ 'রুদ্রবীণার অভিশাপ'-এর প্রথম পার্টে জুড়েছে আরও দুটি নাম- দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং সৌরভ দাস (Saurav Das)। এবং ক্যামিও রোলে আছেন ঊষসী রায় । সৌরভ ওয়েবের বহুল পরিচিত মুখ । এক কথায় তাঁকে 'ওয়েব কিং' বলা হয় । অন্যদিকে এই সিরিজের হাত ধরেই ওয়েবে পা রাখলেন দিতিপ্রিয়া রায় ।
'তানসেনের তানপুরা'র আগের দুটি সিজনে দর্শকদের মন কেড়েছেন বিক্রম এবং রূপসা (Rupsa Chatterjee)। এই সিজনেও থাকছেন তাঁরা । এই সিজনটিও মিউজিক্যাল থ্রিলার হিসেবেই আসছে । দিতিপ্রিয়ার চরিত্রের নাম সাজ এবং সৌরভের চরিত্রটির নাম নাদ ।
জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত এই সিরিজের ট্রেলার হাজির হল মঙ্গলবার সন্ধ্যায় । ট্রেলারেই বাজিমাত করল 'রুদ্রবীণার অভিশাপ'। হাজির ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রূপসা চট্টোপাধ্যায়, সৌরভ দাস, জয়দীপ মুখোপাধ্যায়, ঊষসী রায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন:কে পাবে 'তানসেনের তানপুরা' ?
দিতিপ্রিয়া এদিন সাংবাদিকদের বলেন, "প্রথম সব কাজই স্পেশাল হয় । তাই এটাও খুব স্পেশাল আমার কাছে । সৌরভদার সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুব ভাল লেগেছে । প্রথম স্ক্রিন শেয়ার সৌরভদার সঙ্গে । তানসেনের তানপুরা একটা হিট প্রজেক্ট । তাই রুদ্রবীণার অভিশাপ নিয়েও বেশ ভাল প্রেশার ছিল । সবাই খুব খেটেছি । বাকিটা তো দর্শক বলবেন । অসাধারণ একটা টিম । দারুণ লেগেছে কাজ করে । আমি ওয়েব সিরিজ দেখতে খুব ভালবাসি । আমাদের জেনারেশন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে । আশা রাখি সবাই খুব ভালবাসবে রুদ্রবীণার অভিশাপ । আমার চরিত্রের নাম সাজ । সে সানাই আর বাঁশি বাজায় । তার জীবনে নানা ঝড় ঝাপটা আসে । সামলে নেয় হাসি মুখে, বাকিটা আর বলব না। অভিজ্ঞতা অসাধারণ ।"
সৌরভ বলেন, "আমরা সবাই জানি তানসেনের তানপুরা দারুণ হিট হয়েছে । এ আর রহমান অবধি এই শো-এর নাম নিয়েছিলেন । এটাতে কাজ করা খুব চাপ মনে হয়েছিল । খুব টেনশনে ছিলাম আমি । তানসেনের তানপুরা এত হিট ছিল তাই রুদ্রবীণার অভিশাপকেও হিট করতে হবে, এই চাপ আর চ্যালেঞ্জ দু‘টোই ছিল মনের ভিতরে ৷ সেটা না হলে বিক্রম আমাকে বলতেই পারে, তোর জন্য গেল আমার সব (সহাস্যে)! এত সুন্দর টিম, এত ভাল একজন পরিচালক, একইরকমভাবে জয় সরকারের মতো এমন একজন সঙ্গীত পরিচালক । দারুণ ভাল লেগেছে কাজ করে । তবে, গানে লিপ দেওয়ার সময় মনে হচ্ছিল শোভনকে (গঙ্গোপাধ্যায়) বলি, যে গানটা গেয়েছিস সেটা একবার এক্সপ্রেশন করে লিপ দে (সহাস্যে)।"