মুম্বই, 23 মার্চ :ট্রেলার সামনে আসার সঙ্গে সঙ্গেই অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন তাঁর আগামী অ্যাকশন থ্রিলার 'অ্যাটাক' নিয়ে তিনি ভীষণ আত্মবিশ্বাসী ৷ তাঁর মতে দর্শকদের মধ্যে এবং প্রেক্ষাগৃহে রীতিমত সাড়া ফেলবে এই ছবি ৷ জনের এই ছবি পর্দায় মুক্তি পেতে চলেছে 1 এপ্রিল ৷ তার ঠিক আগের সপ্তাহেই অর্থাৎ 25 মার্চ পর্দায় আসতে চলেছে বর্ষীয়ান দক্ষিণী পরিচালক রাজামৌলির বহু প্রতিক্ষিত ছবি 'আরআরআর'৷ একদিকে যেমন 'অ্যাটাক' ছবিটির পিছনে পেন স্টুডিয়ো তেমনই আবার আবার উত্তর ভারতে 'আরআরআর' ছবির ডিজিটাল এবং থ্রিয়েট্রিক্য়াল রাইটসও রয়েছে তাঁদের হাতে (John Abraham on RRR Attack Release) ৷
ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই জনকে প্রশ্ন করা হয়েছিল তাঁর এই নতুন ছবি মোটামুটি কতসংখ্য়ক স্ক্রিন পেতে চলেছে, কারণ এক্ষেত্রেও রাজামৌলির 'আরআরআর'-ই বেশি প্রাধান্য পাবে বলে মনে করছেন দর্শকরা ৷ তবে জন বলেন, "আমাদেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা যথেষ্ট পরিমাণে স্ক্রিন পাব ৷ আমারদের পার্টনাররা আমাদের আশ্বস্ত করেছেন যে ভাল স্ক্রিনিং হবে ৷ রাজামৌলি স্যার এবং তাঁর কাজের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে এবং আমরা যে কাজ করেছি তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম ৷ আমরা নিশ্চিতভাবেই কারোর কাছে দু'নম্বর নই ৷"