পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

John Abraham New film: আসছে জন আব্রাহামের নতুন ছবি তেহরান, সামনে এল মুক্তির তারিখ - Tehran is releasing in cinemas on 26 January 2023

2023 সালের সাধারণতন্ত্র দিবসের তারিখটা আগে থেকেই বুক করে ফেললেন জন আব্রাহাম (New film Of John Abraham is releasing on 2023)৷ এইদিনেই আসছে তাঁর নতুন ছবি 'তেহরান' ৷

John Abraham New film
আসছে জন আব্রাহামের নতুন ছবি তেহরান, সামনে এল মুক্তির তারিখ

By

Published : Feb 22, 2022, 7:03 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: নতুন বছরের নতুন ছবির তালিকায় আগেই অন্তর্ভুক্ত অ্যাকশন হিরো জন আব্রাহামের নাম ৷ 1 এপ্রিল আসতে চলেছে তাঁর নতুন ছবি 'অ্যাটাক-পার্ট 1' ৷ এবার নিজের পরবর্তী ছবির নামও ঘোষণা করে দিলেন দোস্তানা খ্যাত এই অভিনেতা ৷ টুইটার হ্যান্ডেল থেকে নিজের অনুরাগীদের তিনি 'অ্যাটাক-পার্ট 1'-এর পরই আসতে চলেছে তাঁর আরেকটি নতুন ছবি 'তেহরান' ৷ মঙ্গলবার অভিনেতা জানান, নতুন এই ছবি নিয়ে রীতিমত রোমাঞ্চিত তিনি ৷

ছবির একটি পোস্টারও এদিন অনুরাগীদের জন্য় শেয়ার করেছেন জন, তাতে দেখা গিয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হচ্ছে নতুন এই অ্যাকশন থ্রিলার ৷ তিনি লিখেছেন, "2023 সালে একটি অ্যাকশন প্যাকড সাধারণতন্ত্র দিবসের জন্য প্রস্তুত হন। আমার পরবর্তী ছবি তেহরান-এর ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত! (Tehran is releasing in cinemas on 26 January 2023)" ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ গোপালন ৷ কাহিনি লিখেছেন ঋতিশ এবং আশিষ বর্মা ৷

আরও পড়ুন : এপ্রিলের প্রথম দিনই সিনেপ্রেমীরা উপভোগ করবেন জন আব্রাহামের অ্যাটাক-পার্ট 1

আপাতত জন নিজের আসন্ন ছবি 'অ্যাটাক'-এর পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন ৷ সত্য ঘটনার ওপর আধারিত এই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে শোভনা যাদব, দীনেশ বিজন এবং সন্দীপ লেজেলের ওপর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details