পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ে করলেন প্রিয়াঙ্কার দেওর জো জোনাস ও বেস্ট ফ্রেন্ড সোফি - priyanka chopra

জো আগেই বলেছিলেন ভাইয়ের মতো এত জাঁকজমক করে বিয়ে করতে চান না তিনি। তাই সকলের চোখ এড়িয়ে বিয়েটা করেই ফেললেন জো।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : May 2, 2019, 1:11 PM IST

লস অ্যাঞ্জেলস : নিক-প্রিয়াঙ্কার পর বিয়ে করলেন জো জোনাস ও সোফি টার্নার। তাঁদের বিয়ের জল্পনা দিনকয়েক ধরেই চলছে। অবশেষে জো ও সোফি লাস ভেগাসে বিয়েটা সেরে নিলেন।

জো আগেই বলেছিলেন ভাইয়ের মতো এত জাঁকজমক করে বিয়ে করতে চান না তিনি। তাই সকলের চোখ এড়িয়ে বিয়েটা করেই ফেললেন জো। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই তাঁদের বিয়ের ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে।

একেবারেই ঘরোয়াভাবে পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে বিয়েটা সারেন জো ও সোফি।

গত ডিসেম্বরে এ দেশে বিয়ে করেছেন নিক ও প্রিয়াঙ্কা। উদয়পুরে রাজকীয়ভাবে বিয়েটা সারেন প্রিয়াঙ্কা।

ABOUT THE AUTHOR

...view details