পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kishmish: শ্যুটিং শুরু দেব-রুক্মিণীর কিশমিশের, আছেন যিশু-ঋতুপর্ণাও - যিশু সেনগুপ্ত

শুরু হল কিশমিশের (Kishmish) শ্যুটিং ৷ এই ছবিতে ফের জুটিতে ধরা দেবেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)৷

jisshu sengupta, rituparna sengupta in dev and rukmini maitra's new film kishmish
শ্যুটিং শুরু দেব-রুক্মিণীর কিশমিশের, আছেন যিশু-ঋতুপর্ণাও

By

Published : Aug 11, 2021, 6:56 PM IST

কলকাতা, 11 অগস্ট : বিধানসভা নির্বাচনের প্রচার, ঘাটালের বন্যা - এ সব নিয়েই এতদিন ছুটে বেরিয়েছেন সাংসদ দেব (Dev)৷ এ বার দেব নিজের পুরনো ফর্মে ৷ করোনা আবহে দীর্ঘদিন লাইট, সাউন্ড, ক্যামেরা থেকে দূরে থাকার পর আবার সেটে ফিরলেন অভিনেতা দেব ৷ শুরু হল তাঁর পরবর্তী ছবি কিশমিশের (Kishmish) শ্যুটিং ৷ এই ফিল্মে ফের তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) ৷ এ ছাড়াও রয়েছেন আরও অনেকে ৷ অতিথি শিল্পী হিসেবেও দেখা মিলবে একঝাঁক তারকার ৷

বুধবার থেকে হাজরার একটি বাড়িতে শুরু হয়েছে কিশমিশের শ্যুটিং ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এ কথা জানান স্বয়ং দেব ৷ কিশমিশের কভার ফোটো পোস্ট করে তিনি লেখেন, "অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কিশমিশ-এর যাত্রা শুরু । দেখা হবে শীতে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে ।"

আরও পড়ুন:Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। মা হয়েছেন অঞ্জনা বসু (Anjana Basu)। কিশমিশে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta)৷ প্রথম দিনের শ্যুটিং-এ তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন ৷ তাঁদের ধন্যবাদ জানিয়ে দুটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব ৷ জানা গিয়েছে, অতিথি শিল্পীর তালিকায় রয়েছেন অঙ্কুশ আর শ্রাবন্তীও ৷

আরও পড়ুন:ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ডেবিউ ছবি প্রযোজনা করছে দেবেরই সংস্থা ৷ মঙ্গলবার ছবির অ্যানিমেটেড টিজার প্রকাশ করেছেন অভিনেতা ৷ সেখানেই দেখা গিয়েছে, দেব সেখানে কখনও ফেলুদা, কখনও টিনটিন, আবার কখনও কৃশানু ৷ তবে ছেলেটি একটি মেয়ের প্রেমে পাগল ৷ টিনটিনের কাছে ভালোবাসা হল কিশমিশের মতো ৷ আর সেই সুন্দরী আবার বলছেন, "শুলেই কি বিয়ে হয়ে যায় !" সেই বিয়ে আদৌ হয় কি না, তা বোঝা যাবে ফিল্মের ক্লাইম্যাক্সে ৷ যার জন্য অপেক্ষা করতে হবে শীত পর্যন্ত ৷ তবে ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি ৷

আরও পড়ুন:ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া

ইতিমধ্যেই চ্যাম্প, ককপিট, কবীর, পাসওয়ার্ড-এর মতো ফিল্মে দেখা গিয়েছে দেব-রুক্মিণী জুটির রসায়ন । এরপর করোনা আবহে দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের ৷ গত বছর ফেব্রুয়ারি মাসেই এই ছবির ঘোষণা হয়েছিল । তবে অতিমারির জেরে তার শ্যুটিং এতদিন আটকেই ছিল ৷ অবশেষে যাত্রা শুরু হল কিশমিশের ৷

ABOUT THE AUTHOR

...view details