কলকাতা, 11 অগস্ট : বিধানসভা নির্বাচনের প্রচার, ঘাটালের বন্যা - এ সব নিয়েই এতদিন ছুটে বেরিয়েছেন সাংসদ দেব (Dev)৷ এ বার দেব নিজের পুরনো ফর্মে ৷ করোনা আবহে দীর্ঘদিন লাইট, সাউন্ড, ক্যামেরা থেকে দূরে থাকার পর আবার সেটে ফিরলেন অভিনেতা দেব ৷ শুরু হল তাঁর পরবর্তী ছবি কিশমিশের (Kishmish) শ্যুটিং ৷ এই ফিল্মে ফের তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) ৷ এ ছাড়াও রয়েছেন আরও অনেকে ৷ অতিথি শিল্পী হিসেবেও দেখা মিলবে একঝাঁক তারকার ৷
বুধবার থেকে হাজরার একটি বাড়িতে শুরু হয়েছে কিশমিশের শ্যুটিং ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এ কথা জানান স্বয়ং দেব ৷ কিশমিশের কভার ফোটো পোস্ট করে তিনি লেখেন, "অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কিশমিশ-এর যাত্রা শুরু । দেখা হবে শীতে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে ।"
আরও পড়ুন:Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার
দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। মা হয়েছেন অঞ্জনা বসু (Anjana Basu)। কিশমিশে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta)৷ প্রথম দিনের শ্যুটিং-এ তাঁরা দুজনেই উপস্থিত ছিলেন ৷ তাঁদের ধন্যবাদ জানিয়ে দুটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব ৷ জানা গিয়েছে, অতিথি শিল্পীর তালিকায় রয়েছেন অঙ্কুশ আর শ্রাবন্তীও ৷