পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দুর্গাবতী' ছবিতে ভূমির সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন জিশু - দুর্গাবতী

'দুর্গাবতী' ছবিতে ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে জিশু সেনগুপ্তকে । শুটিং শুরু করলেন অভিনেতা ।

jishu sengupta in durgavati
jishu sengupta in durgavati

By

Published : Jan 27, 2020, 7:50 PM IST

মুম্বই : টলি-বলি মিলিয়ে বেশ ভালোই কাটছে জিশু সেনগুপ্তের সময়টা । টলিউডে যেমন একের পর এক সফল ছবিতে অভিনয় করছেন তিনি, তেমনই বলিউডের বিগ বাজেট ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে । সাম্প্রতিকতম সংযোজন হল 'দুর্গাবতী' । 2020 সালে এই ছবি দিয়েই শুটিং ফ্লোরে প্রবেশ করলেন অভিনেতা ।

জিশু নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানালেন যে, শুরু হয়েছে ছবির শুটিং । ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "2020 সালের নতুন শুরু" ।

সৌজন্যে জিশুর ইনস্টাগ্রাম

'দুর্গাবতী' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভূমি পেদনেকর । তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি । পরিচালনায় জি. অশোক ।

জিশুকে এর আগে বলিউডের 'মণিকর্ণিকা' ছবিতে কঙ্গনা রানাওয়াতের স্বামীর চরিত্রে দেখা গেছিল । 'মর্দানি 2' ছবিতেও তাঁকে দেখা গেছে ক্যামিও চরিত্রে । 'দুর্গাবতী'-তে জিশুর চরিত্রটা কী হতে চলেছে, সেটা এখনও জানা যায়নি ।

ETV ভারত সিতারার পক্ষ থেকে জিশুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, উত্তর পাওয়া যায়নি তাঁর থেকে ।

ABOUT THE AUTHOR

...view details