হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি :4 মার্চ মুক্তি পেতে চলেছে বিগ বি অমিতাভ বচ্চনের নতুন ছবি 'ঝুন্ড' ৷ মঙ্গলবার সামনে এল ছবির টিজার ৷ স্লাম সকারের প্রতিষ্ঠাতা বিজয় বারসের জীবন কাহিনির ওপর নির্ভর করেই বানানো হয়েছে এই ছবি (Film on Slum Soccer founder Vijay Barse ) ৷ করোনার কারণে বার বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে মার্চে মুক্তির আলো দেখবে এই নতুন ছবি ৷ তাই স্বাভাবিকভাবেই ভীষণ কৌতূহল রয়েছে সকলেরই ৷
তবে টিজারেও কৌতূহল জিইয়ে রাখলেন নির্মাতারা ৷ কারণ ছবির গল্প সম্পর্কে কোনও ধারণাই দেয় না এই টিজার ৷ এখানে কেবল সামনে এল বিগ বির লুক এবং তাঁর গ্য়াংয়ের ছবি ৷ টিজারে স্লো মোশনে সামনে এগিয়ে আসতে দেখা যায় অমিতাভকে ৷ পিছন থেকে ধীরে ধীরে তাঁকে অনুসরণ করতে শুরু করে তাঁর দল ৷ আসলে এই ধরণের রাস্তার কিছু ছেলেকেই উদ্বুদ্ধ করেছিলেন অধ্যাপক বিজয় বারসে ৷ অধ্যাপকের অনুপ্রেরণাতেই ফুটবল দল তৈরি করেছিল সেই ছেলেগুলি, যারা একসময় শুধু শুধু রাস্তার ধারে বসে থাকত এবং সময় নষ্ট করত ৷