পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দুই ভাইয়ের গল্প বলছে 'জেষ্ঠপুত্র'

ঋতুপর্ণ ঘোষের মূল ভাবনায় আসছে 'জেষ্ঠপুত্র'।

জেষ্ঠপুত্র-র ট্রেলার লঞ্চে

By

Published : Apr 11, 2019, 3:22 PM IST

Updated : Apr 19, 2019, 4:18 PM IST

কলকাতা: পরিচালক ঋতুপর্ণ ঘোষ একটি গল্প লিখেছিলেন বাস্তব জীবনের অভিজ্ঞতাকে অবলম্বন করে। সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল 'অন্য নায়ক'। যার প্রেক্ষাপট ছিল দুই ভাইকে কেন্দ্র করে। যাদের মধ্যে একজন সামান্য একটা মানুষ। অন্যজন ছিলেন ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার। সেই ভাবনা থেকেই পরিচালক কৌশিক গাঙ্গুলি বানিয়েছেন তাঁর আগামী ছবি 'জেষ্ঠপুত্র'। গতকাল সামনে এল ছবির ট্রেলার। ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী ও দামিনী বেনি বসুকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন , "আমি ব্যক্তিগত জায়গা থেকে বা ইন্ডাস্ট্রির জায়গা থেকে বলতে পারি হয়তো কোথাও গিয়ে জ্যেষ্ঠপুত্র হয়ে যাচ্ছি। যার যে কোনও সমস্যা নিয়ে আমার কাছে ছুটে আসে। এই ছবিটায় আমার দুটো দিক রয়েছে। এক দিকে একজন সেলিব্রিটি। অন্যদিকে বাড়ির বড় ছেলে। যার পরিবার, ভাই ও বন্ধুদের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। এই দুটো সত্তাকে ধরে রাখার জন্য আমাদেরকে বারেবারেই নিজেদেরকে পালটাতে হয়। আর সেক্ষেত্রে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে যায় বা চলে যায়।" তিনি আরও জানান, ছবিটা অনেক আগেই হওয়ার কথা ছিল। তবে প্রসেনজিৎ 'অটোগ্রাফ' ছবির কাজে ব্যস্ত থাকায় তা পিছিয়ে যায়।

কৌশিক গাঙ্গুলির কথায়, "ছবির গল্পটা তিনি অনেকদিন আগে লিখেছিলেন। কিন্তু সেই সময় সৃজিৎ মুখার্জির অটোগ্রাফ নিয়ে কাজ চলছিল বলে বুম্বাদা এই ছবিটা করতে রাজি হননি। তারপর আমি আর বুম্বাদা এই ছবির বিষয়ে অনেক আলোচনা করেছি। অনেক দৃশ্য নিয়ে অনেক কথা হয়েছে। তারপর আমরা ওনার ভাই ইন্দ্রনীল ঘোষের সঙ্গে কথা বলে ছবি করার অনুমতি নিয়েছি। আমরা নতুন করে চিত্রনাট্য রচনা করেছিলাম। কিন্তু, তার মূল ভাবনা থেকে সরে গিয়ে কিছু করিনি।" সুদীপ্তা চক্রবর্তীর চরিত্রে একটা রহস্য রয়েছে। তা ছবির ট্রেলারে ধরা পড়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবিতে আমি দুই ভাইয়ের বোনের চরিত্রে অভিনয় করছি। যার নাম ইলা। যে তার দাদার উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা করে। তার আসল বিশ্বাসের জায়গা হল তার বরদা।"

জেষ্ঠপুত্র-র ট্রেলার লঞ্চে
Last Updated : Apr 19, 2019, 4:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details