পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সামনে এল 'জেষ্ঠপুত্র'র টিজ়ার - Prosenjit Chatterjee

দৃষ্টিকোণ ও কিশোর কুমার জুনিয়রের পর এই ছবি প্রসেনজিত-কৌশিকের এই জুটির তৃতীয় ছবি।

'জেষ্ঠপুত্র'র টিজ়ার

By

Published : Apr 1, 2019, 5:47 PM IST

কলকাতা : সামনে এল কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'জেষ্ঠপুত্র'-র প্রথম টিজ়ার। আজ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়ের তরফে পোস্টারটি সামনে আনা হয়। টিজ়ারে দেখা গেছে প্রসেনজিৎ চ্য়াটার্জিকে। ছবিতে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও গার্গী রায় চৌধুরি।

দৃষ্টিকোণ ও কিশোর কুমার জুনিয়রের পর এই ছবি প্রসেনজিত-কৌশিকের এই জুটির তৃতীয় ছবি। ছবিটির চিত্রনাট্য তৈরি করেছিলেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তাই পোস্টারে মূল ভাবনায় রয়েছে তাঁর নাম। সংগীত পরিচালনা করছেন প্রবুদ্ধ ব্যানার্জি। এনআইডিয়াজ় ও সুরিন্দর ফিল্মের যৌথ প্রযোজনায় আসছে ছবিটি।

গতবছর প্রসেনজিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলির দৃষ্টিকোণ ব্লকবাস্টার হিট করেছিল। তারপর পুজোয় মুক্তি পায় কিশোর কুমার জুনিয়র। এক কণ্ঠী গায়কের লড়াইয়ের গল্প নিয়ে ছবিটি তৈরি করেন কৌশিক গাঙ্গুলি। অন্যদিকে নতুন বছরের শুরুতেই কৌশিক গাঙ্গুলি নিয়ে আসেন 'নগরকীর্তন'। এখনও সেই ছবি প্রশংসা কুড়োচ্ছে দর্শকের। গতবছর একের পর এক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন কৌশিক। তাই দর্শকের প্রত্যাশা বেড়েই চলেছে।

ছবির শুটিং শুরু হয়ে গেছে অনেক আগেই। তবে পয়লা বৈশাখে নয়, ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ এপ্রিল।

ABOUT THE AUTHOR

...view details