কলকাতা : সামনে এল কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'জেষ্ঠপুত্র'-র প্রথম টিজ়ার। আজ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়ের তরফে পোস্টারটি সামনে আনা হয়। টিজ়ারে দেখা গেছে প্রসেনজিৎ চ্য়াটার্জিকে। ছবিতে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও গার্গী রায় চৌধুরি।
দৃষ্টিকোণ ও কিশোর কুমার জুনিয়রের পর এই ছবি প্রসেনজিত-কৌশিকের এই জুটির তৃতীয় ছবি। ছবিটির চিত্রনাট্য তৈরি করেছিলেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তাই পোস্টারে মূল ভাবনায় রয়েছে তাঁর নাম। সংগীত পরিচালনা করছেন প্রবুদ্ধ ব্যানার্জি। এনআইডিয়াজ় ও সুরিন্দর ফিল্মের যৌথ প্রযোজনায় আসছে ছবিটি।