পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমফানে ক্ষতিগ্রস্ত শ্বশুরবাড়ি, জামাই আদর পেতে মন চাইছে না জিতুর - jamai sashthi

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত অভিনেত্রী নবনীতা দাস পালের গড়িয়ার বাড়ি । তাই এই কঠিন পরিস্থিতির মধ্যে ভাড়াবাড়িতে গিয়ে জামাই আদর পেতে মন চাইছে না জিতুর ।

sdf
sd

By

Published : May 28, 2020, 1:37 PM IST

কলকাতা : হানিমুনে গিয়েছিলেন বলে গতবছর প্রথম জামাই ষষ্ঠী মিস করেছিলেন জিতু কমল ও নবনীতা দাস পাল । তাই এবছর ঘটনা করেই জামাই ষষ্ঠী পালন করবেন বলে ঠিক করেছিলেন । কিন্তু, তা আর সম্ভব হল না । সৌজন্যে কোরোনা ভাইরাস । তাহলে কি এবছরও জামাই ষষ্ঠীতে জামাই আদর পাবেন না জিতু ? এ বিষয়ে জানতে জিতুর সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।

ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের একাধিক ঘরবাড়ি । আর সেই তালিকায় রয়েছে অভিনেত্রী নবনীতা দাস পালের বাড়িও । তাঁর বাবার বাড়ি গড়িয়ায় । ঝড়ের দাপটে বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত যে রাতারাতি ভাড়াবাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাঁর বাবা-মাকে । কিন্তু, এর মধ্যেও জামাই ষষ্ঠী পালন করবেন বলে ঠিক করেছেন তাঁরা । যদিও এই কঠিন পরিস্থিতির মধ্যে ভাড়াবাড়িতে গিয়ে জামাই আদর পেতে মন চাইছে না জিতুর ।

.

এ প্রসঙ্গে ETV ভারত সিতারাকে জিতু বলেন, "আমরা থাকি রামগড়ে । ওঁরা থাকেন গাড়িয়াতে । আমি নবনীতাকে ওঁর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি । নবনীতার মা সকাল থেকে টেলিফোন করে চলে চলেছেন । যেতে বলছেন । এই পরিস্থিতিতেও তাঁরা আমাকে আপ্যায়ণ করতে চাইছেন মন ভরে । আসলে এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী । যেহেতু আগের বছর হানিমুনে চলে গিয়েছিলাম । তাই ওঁরা খুব করে চাইছেন সকাল থেকেই আমি যেন চলে যাই । কীভাবে যাই বলুন । এই পরিস্থিতিতে ওঁরা ভাড়াবাড়িতে কোনওরকমে রয়েছেন । আমি এত অসুবিধার মধ্যে মানুষগুলোকে আরও কষ্ট দিতে চাই না । বিকেলে যাব বলে ঠিক করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details