কলকাতা : "কিছু মানুষ সময়ের আগেই দেখতে পান। আমরা ওনাদের বুঝতে পারি না । ওনাদের পাগল বলি । কিন্তু, ইতিহাসের ধারাতে সেই পাগলামি নতুন চিন্তার জন্ম দেয় ।" এই সংলাপ দিয়েই শুরু হয়েছে 'অসুর' ছবির টিজ়ার ।
শনিবার মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত এই ছবির টিজ়ার । ছবির গল্প একটু অন্যরকম । ছকভাঙা পথেই গল্পটি সাজিয়েছেন পাভেল । নাম 'অসুর' হলেও, সেটা কোনও মানুষ না কি সময় তা স্পষ্ট নয় । জিৎ, আবির ও নুসরত রয়েছেন মুখ্য চরিত্রে । বিয়ের পর এটাই নুসরতের প্রথম ছবি । বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজকে উৎসর্গ করে তৈরি হচ্ছে এই ছবি।
কিগন (জিৎ), বোধি (আবির) ও অদিতি (নুসরত) তিন বন্ধু । কলেজের দিন থেকেই তারা বন্ধু হয়ে ওঠে । অদিতি কলাবিভাগের ছাত্রী । বোধি ইংরেজি সাহিত্য । আর কিগন আঁকা নিয়েই থাকে । পড়াশোনা শেষে বোধি একটি কর্পোরেট অফিসে চাকরি পায় । কিগন চরিত্রে একটা পাগলামি লক্ষ্য করা গেছে । আর অদিতি খুবই সাধারণ । এভাবেই শুরু হয় গল্প । এছাড়া টিজ়ারে কলকাতার দুর্গাপুজো, তার ভিড়, ধুনুচি নাচ সবই তুলে ধরা হয়েছে ।
অগাস্টের প্রথম সপ্তাহতেই শুরু হয় শুটিং। যেহেতু রামকিঙ্কর বোলপুরে ছিলেন তাই কলকাতার সঙ্গে ছবির শুটিং হয়েছে বোলপুরেও । শীতের দিকেই মুক্তি পাবে ছবিটি ।