কলকাতা : সিলভার স্ক্রিনে জিৎ কখনও অ্যাংরি ইয়ংম্যান, কখনও অ্যাকশন হিরো । কখনও আবার তুখোর বুদ্ধির এক মানুষ । যাকে কথার প্যাঁচে হারানো কোনও মতেই সম্ভব নয় । তবে বাস্তব জীবনে জিৎ একেবারেই আলাদা । পরিবারের সঙ্গে মজা করতে খুবই ভালোবাসেন তিনি । আর সেই ছবিই ধরা পড়ল তাঁর সাম্প্রতিক ভিডিয়োতে ।
সাধারণত সোশাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন জিৎ । কিন্তু, লকডাউনের মধ্যে বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন তিনি । মাঝে মধ্যেই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলেন ব্যক্তিগত জীবনের কিছু মিষ্টি মুহূর্ত । আবার কখনও শুটিং সেটের মজাদার ঘটনাও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । তবে এবার ফ্যানদের একেবারে চমকে দিয়েছেন তিনি । সম্প্রতি মেয়ে নবন্যার সঙ্গে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা । সেখানে বাবার নাচের ভঙ্গি দেখে হাসিতে ফেটে পড়ে মেয়ে ।
ভিডিয়োতে জিতের পরনে রয়েছে কমলা টি শার্ট ও নীল শর্টস । 'আলু লেলে, ভিন্ডি লেলে' গানের তালে মেয়ের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "লকডাউনে বাবা-মেয়ের জুটি"। লকডাউনটা যে মেয়ের সঙ্গে এরকম মজা করে কাটিয়েছেন তা অবশ্য এই ভিডিয়ো থেকেই স্পষ্ট ।