মুম্বই, 10 অগস্ট : দিল চাহতা হ্যায় (Dil Chahta Hai) ছবিতে তিন বন্ধুর জীবন সফর তুলে ধরেছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ৷ তাঁর পরিচালনায় এ বার আসছে তিন কন্যার সফরের ছবি ৷ এক ফ্রেমে ধরা দেবেন বলিউডের তিন দাপুটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও আলিয়া ভাট (Alia Bhat)৷ 'দিল চাহতা হ্যায়', 'জিন্দেগি না মিলেগি দোবারা'র (Zindagi Na Milegi Dobara) ধাঁচেই আরও একটি রোড ট্রিপ ফিল্ম 'জি লে জরা' (Jee Le Zaraa) আসছে বলে ঘোষণা করল এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ আলিয়ার প্রোডাকশন হাউস টাইগার বেবির সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ফিল্ম ৷
ফারহান আখতারও এই ফিল্মের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লিখেছেন, "কেউ কি রোড ট্রিপের কথা বললেন ? পরিচালক হিসেবে আমার পরবর্তী ফিল্মের কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছি ৷ দিল চাহতা হ্যায়ের 20 বছর পর এটা করতে পারার থেকে আর কী বা ভাল হতে পারে ! প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে জি লে জরা ৷ 2022 সালেই শুরু হবে শ্যুটিং ৷ রাস্তায় নেমে এই শো শুরু করার জন্য মুখিয়ে আছি ৷" শাহরুখ খানের ডন 2 মুক্তির এক দশকেরও বেশি সময় পর ফের পরিচালনায় ফিরছেন ফারহান আখতার ৷