পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার - নওয়াজউদ্দিন সিদ্দিকীর খবর

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে (Nawazuddin Siddiqui) সঙ্গী করে এ বার বলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)৷ নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে ওয়েব সিরিজ তৈরি করছেন সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee)।

Jaya Ahsan making debut in bollywood with Nawazuddin Siddiqui
নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

By

Published : Sep 17, 2021, 4:31 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর:আর দেরি নয় । নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) হাতে হাত রেখে এ বার বলিউডের পথে পাড়ি জয়া আহসানের (Jaya Ahsan)। ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee)।

এপার এবং ওপার বাংলার বহু ছবিতে কাজ করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান । এ বার তিনি যাত্রা করছেন বলিউডে ৷ আগামী বছরই পুজোর আগে পরিচালক সায়ন্তন কাজ শুরু করবেন এই ওয়েব সিরিজের । রাজনৈতিক ওয়েব সিরিজের পটভূমি 1967 সালের নকশালবাড়ি আন্দোলন ।

আরও পড়ুন:Roja: প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোট পর্দায় আসছে রোজা

সায়ন্তন মুখোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, সেই সময়কার বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা 'সাদা আমি কালো আমি' উপন্ন্যাস অবলম্বনে হতে চলেছে এই সিরিজ । বাংলা, হিন্দি এবং ইংরেজি - তিনটি ভাষাতেই তৈরি হচ্ছে এই সিরিজ । নকশাল নেতা চারু মজুমদারের চরিত্রে দেখা যাবে নওয়াজকে । জয়াকে দেখা যাবে চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদার সেনগুপ্তর ভূমিকায় । বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর ভূমিকায় থাকছেন রণিত রায় ।

নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

আরও পড়ুন:Prosenjit Ditipriya: এবার বুম্বাদার সঙ্গে বড় পর্দায় দিতিপ্রিয়া

জানা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের চরিত্রে থাকতে পারেন সব্যসাচী চক্রবর্তী । জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়ালকে । এই চরিত্রে বোমান ইরানিকেও ভাবনায় রাখা হয়েছে । তবে শারীরিক সাদৃশ্য থাকায় পরেশ রাওয়ালই সায়ন্তনের প্রথম পছন্দ । চারুর অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে থাকতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায় । আরও চমকপ্রদ নাম শিগগিরই জানাবে সায়ন্তন মুখোপাধ্যায় এবং অরিন্দম চটোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'সিনেক্স' ।

আরও পড়ুন:Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

ABOUT THE AUTHOR

...view details